WTC Final 2023: নেটে আগুন ঝরালেন শামি, খেতাবি লড়াইয়ের আগে ওভালে অনুশীলন সারল ভারত

IND vs AUS: দক্ষিণ লন্ডনের ওভালে টেস্টের বেস্ট হওয়ার লক্ষ্যে ভারত ও অস্ট্রেলিয়া একে অপরের মুখোমুখি হবে।

ওভালে দুরন্ত ছন্দে অনুশীলন সারলেন শামি (ছবি: বিসিসিআই ট্যুইটার)

1/8
ফাইনালের আগে বহুদিন ধরেই ইংল্যান্ডে ভারত এবং অস্ট্রেলিয়া, উভয় দলই নিজেদের অনুশীলন সারছিল। তবে আজই প্রথমবার ওভালে অনুশীলন করল টিম ইন্ডিয়া।
2/8
বেশ কয়েকদিন ধরে রোহিত, বিরাটরা জোরকদমে প্রস্তুতি সারলেও, তা হচ্ছিল আরুনডেল ক্রিকেট ক্লাবে। কিন্তু এবার ফাইনালের ভেন্যুতেই পৌঁছে গেলেন রোহিত শর্মারা।
3/8
গোটা ভারতীয় দলই সেই অনুশীলনে হাজির ছিল। কোচ রাহুল দ্রাবিড়ের কড়া তদারকিতেই চলল ভারতীয় দলের অনুশীলন।
4/8
ইংল্যান্ডের সুইং সহায়ক পরিবেশে স্লিপ ক্যাচিং খুবই গুরুত্বপূর্ণ। সেই কথা মাথায় রেখেই রাহানে, কোহলি, পূজারা, শুভমন গিলকে বেশ কিছুটা সময় স্লিপ ক্যাচিংয়ের অনুশীলন করতেও দেখা যায়।
5/8
ফিল্ডিং অনুশীলন শেষে ভারতীয় দলের তারকারা নেটে ব্যাটিং অনুশীলন করেন। সেখানে রোহিত, রাহানে, কোহলিরা তো ছিলেনই, ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় উমেশ যাদবকেও।
6/8
নিজের দিনে একা হাতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন মিচেল স্টার্ক। সেই কথা মাথায় রেখেই সম্ভবত এদিন দীর্ঘ সময় ধরে জয়দেব উনাদকাট এবং আরেকটি বাঁ-হাতি নেট বোলারের বিরুদ্ধে অনুশীলন সারলেন কোহলিরা।
7/8
উনাদকাট ছাড়া সিরাজ, উমেশ, শার্দুল ঠাকুররাও অবশ্য নেটে বল হাতে ঘাম ঝড়ান।
8/8
সদ্য সমাপ্ত আইপিএলে শামি সর্বাধিক উইকেট নিয়েছিলেন। তাঁর ফর্ম ভারতের ভরসার অন্যতম বড় কারণ। শামিকে নেটে অনবদ্য ছন্দে দেখায়। তিনি গিলের উইকেটও ছিটকে দেন।
Sponsored Links by Taboola