WTC Final 2023: নেটে আগুন ঝরালেন শামি, খেতাবি লড়াইয়ের আগে ওভালে অনুশীলন সারল ভারত

ফাইনালের আগে বহুদিন ধরেই ইংল্যান্ডে ভারত এবং অস্ট্রেলিয়া, উভয় দলই নিজেদের অনুশীলন সারছিল। তবে আজই প্রথমবার ওভালে অনুশীলন করল টিম ইন্ডিয়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
বেশ কয়েকদিন ধরে রোহিত, বিরাটরা জোরকদমে প্রস্তুতি সারলেও, তা হচ্ছিল আরুনডেল ক্রিকেট ক্লাবে। কিন্তু এবার ফাইনালের ভেন্যুতেই পৌঁছে গেলেন রোহিত শর্মারা।

গোটা ভারতীয় দলই সেই অনুশীলনে হাজির ছিল। কোচ রাহুল দ্রাবিড়ের কড়া তদারকিতেই চলল ভারতীয় দলের অনুশীলন।
ইংল্যান্ডের সুইং সহায়ক পরিবেশে স্লিপ ক্যাচিং খুবই গুরুত্বপূর্ণ। সেই কথা মাথায় রেখেই রাহানে, কোহলি, পূজারা, শুভমন গিলকে বেশ কিছুটা সময় স্লিপ ক্যাচিংয়ের অনুশীলন করতেও দেখা যায়।
ফিল্ডিং অনুশীলন শেষে ভারতীয় দলের তারকারা নেটে ব্যাটিং অনুশীলন করেন। সেখানে রোহিত, রাহানে, কোহলিরা তো ছিলেনই, ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় উমেশ যাদবকেও।
নিজের দিনে একা হাতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন মিচেল স্টার্ক। সেই কথা মাথায় রেখেই সম্ভবত এদিন দীর্ঘ সময় ধরে জয়দেব উনাদকাট এবং আরেকটি বাঁ-হাতি নেট বোলারের বিরুদ্ধে অনুশীলন সারলেন কোহলিরা।
উনাদকাট ছাড়া সিরাজ, উমেশ, শার্দুল ঠাকুররাও অবশ্য নেটে বল হাতে ঘাম ঝড়ান।
সদ্য সমাপ্ত আইপিএলে শামি সর্বাধিক উইকেট নিয়েছিলেন। তাঁর ফর্ম ভারতের ভরসার অন্যতম বড় কারণ। শামিকে নেটে অনবদ্য ছন্দে দেখায়। তিনি গিলের উইকেটও ছিটকে দেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -