WTC Final 2023: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে টিম ইন্ডিয়ার সেরা অস্ত্র হতে পারেন কারা?
আইপিএলে নিজের শেষ দুই ইনিংসে দুই শতরান হাঁকানো কোহলি কিন্তু নিজের ফ্র্যাঞ্চাইজিকে প্লে-অফে তুলতে পারেননি। তাই তিনি সাফল্য পাওয়ার বাড়তি তাগিদ নিয়ে মাঠে নামতেই পারেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিরাট অজিদের বিরুদ্ধে এখনও পর্যন্ত লাল বলের ক্রিকেটে ৪২টি ইনিংস খেলে ১৯৭৯ রান করেছেন। হাঁকিয়েছেন আটটি শতরান ও পাঁচটি অর্ধশতরান।
বর্তমান যুগের ধুমধাড়াক্কা ক্রিকেট নয়, বরং প্রথাগত টেস্ট ক্রিকেটে খেলায় বিশ্বাসী পূজারা। সাসেক্সের হয়ে কাউন্টিতে প্রচুর রান করেছেন তিনি।
ইংল্যান্ডে তাঁর খেলার অভিজ্ঞতা যে টেস্ট চ্যাম্পিয়নশিপে কাজে লাগবে, তা বলাই বাহুল্য। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ শতরানও রয়েছে পূজারার।
কেএল রাহুল চোট পেয়ে ছিটকে যাওয়ায় ফাইনালে রোহিত শর্মার সঙ্গে গিলের ওপেন করা প্রায় পাকা। তরুণ টপ অর্ডার ব্যাটার বর্তমানে স্বপ্নের ছন্দে রয়েছেন।
সদ্য সমাপ্ত আইপিএলের রানসংগ্রাহকও হন গিল। গিলের আত্মবিশ্বাসই ভারতের ভরসার বড় কারণ।
ফর্ম্যাট বদলায়, জার্সির রংও বদলায়, কিন্তু বদলায় নাইংল্য়ান্ডের ওভালে কিন্তু তৃতীয় দিনের পর থেকে স্পিনাররা বেশ ভালই মদত পান। সেখানে জাডেজার ঘূর্ণি মারাত্মক হয়ে উঠতে পারে। জাডেজার ধারাবাহিকতা।
সাম্প্রতিক সময়ে জাডেজা ভারতের অন্যতম সফল ব্যাটারও বটে।লোয়ার অর্ডারে ব্যাটার জাডেজার অবদানও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।
গিলের পাশাপাশি আইপিএলের মঞ্চ মাতিয়েছেন তাঁরই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা মহম্মদ শামিওটুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হন তিনি। নতুন বলে শামির সুইং সামলাতে ব্যাটারদের নাজেহাল হতে হয়। ।
ইংল্যান্ডের সুইং সহায়ক পরিবেশে কে বলতে পারে, শামি হয়তো একাই সব হিসেব নিকেশ লন্ডভন্ড করে দিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -