WTC Final 2025: এখনও সুযোগ রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার, সিডনি টেস্টের আগে অঙ্কটা একবার জেনে নিন
বক্সিং ডে টেস্টে জয় ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজে এই মুহূর্তে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে প্যাট কামিন্স বাহিনী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই চলছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে। যেখানে মেলবোর্ন টেস্ট জেতার পথে দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছে অজি শিবির।
নাথান লিঁয় সিরাজকে লেগবিফোর করতেই গোটা অজি শিবির উল্লাসে ফেটে পড়েন মেলবোর্নে। এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানেই রয়েছে তারা।
ভারত তৃতীয় স্থানে আছে। মেলবোর্ন টেস্টে জয় তুলে নিতে পারলে সরাসরি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট হাতে পাওয়ার সম্ভাবনা থাকত ভারতের। সিডনিতেও সেক্ষেত্রে জয় ছিনিয়ে নিতে হত টিম ইন্ডিয়াকে।
তবে মেলবোর্নে হারের পরও ক্ষীণ আশা রয়েছে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা। সেক্ষেত্রে সিডনিতে প্রথমে জিততে হবে, এরপর তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার দিকে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে দু টেস্টের সিরিজ খেলবে অস্ট্রলিয়া। সেই সিরিজে শ্রীলঙ্কা ১-০ বা ২-০ ব্যবধানে অজিদের হারিয়ে দেয় তবেই ভারত ফাইনালে জায়গা করে নেবে।
আবার উল্টোদিকে অস্ট্রেলিয়া যদি সিডনিতে হেরে যায় কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ ড্র করে, তাহলেও কামিন্সরাই ফাইনালে খেলবেন প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে।
ভারতের কাছে সিডনি টেস্টে হার অথবা ড্র করা মানে বর্ডার গাওস্কর ট্রফি তো হারানোই, একই সঙ্গে ফাইনালের দৌড় থেকে পুরোপুরি ছিটকে যাওয়া। সেক্ষেত্রে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজের ফল কোনও কাজে আসবে না।
মেলবোর্ন টেস্টে পঞ্চম দিনে ৩৪০ রানের লক্ষ্যে নেমেছিল ভারত। কিন্তু শেষ পর্যন্ত ১৫৫ রানেই অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। চূড়ান্ত ব্য়র্থ হন বিরাট, রোহিত, রাহুলরা ব্য়াট হাতে।
এর আগের দুটো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেই জায়গা পাকা করেছিল ভারত। প্রথমটিতে কিউয়িদের বিরুদ্ধে ফাইনালে হারতে হয়। দ্বিতীয়টিতে এই অজিদের বিরুদ্ধেই হারতে হয় তাদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -