WTC Final: বর্ডার-গাওস্কর সিরিজ হেরে গেলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারে ভারত? কী বলছে অঙ্ক?
নিজেদের দেশে নিউজ়িল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ৩-০ হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার দৌড়ে বড়সড় ধাক্কা খেয়েছিল ভারত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাওস্কর সিরিজের প্রথম টেস্টে পারথে অজিদের ২৯৫ রানে হারিয়ে সিরিজে এগিয়ে যাওয়ার পাশাপাশি ফের WTC ফাইনাল খেলার লড়াইয়ে নিজেদের দাবি জোরাল করে তুলেছে টিম ইন্ডিয়া।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে রয়েছে ভারত। দুইয়ে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া নেমে গিয়েছে তিন নম্বরে।
এরই মাঝে ক্রাইস্টচার্চে ইংল্যান্ডের কাছে হেরে বসেছে নিউজ়িল্যান্ড। তাতে ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াই আরও জমজমাট হয়েছে।
২০২৩-২০২৫ মরশুমের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ আয়োজিত হবে পরের বছর জুন মাসে লর্ডসে। পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা দুই দল খেলবে ফাইনালে।
চলতি বর্ডার-গাওস্কর সিরিজে ভারত ৪টি টেস্ট ম্যাচ জিতলেই সরাসরি চলে যাবে ফাইনালে। অন্য কোনও দলের ওপর নির্ভর করতে হবে না।
ভারত প্রথম টেস্টে জিতে সিরিজে এগিয়ে গিয়েছে। বাকি চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতলেই ফাইনালে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। আর না পারলে?
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতলেও ভারত ফাইনালে খেলতে পারে। তবে সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় টেস্টে জিতলে চলবে না।
ভারত যদি ৩-২ ব্যবধানে চলতি সিরিজ জেতে, সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে পরের বছরের গোড়ায় অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের অন্তত একটি ম্যাচ ড্র করতেই হবে। ভারত যদি ২-২ ব্যবধানে বর্ডার-গাওস্কর সিরিজ ড্র করে, তাহলে শ্রীলঙ্কার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিততে হবে আর শ্রীলঙ্কাকে অন্তত ১-০ ব্যবধানে অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারাতেই হবে।
আর ভারত যদি ২-৩ ব্যবধানে চলতি সিরিজে হেরে যায়? তাহলেও ফাইনালে খেলতে পারেন রোহিত শর্মারা। সেক্ষেত্রে নিউজ়িল্যান্ড বনাম ইংল্যান্ড সিরিজ ও দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা সিরিজ ১-১ ব্যবধানে শেষ হতে হবে। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান সিরিজও ড্র হতে হবে। আর শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া সিরিজ ০-০ ব্যবধানে শেষ হতে হবে, ১-১ নয়। অর্থাৎ, কোনও দলকেই কোনও ম্যাচ জিতলে চলবে না। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -