IND vs ENG 2nd Test: অনবদ্য শতরানে কিংবদন্তি সচিনদের সঙ্গে এক তালিকায় যশস্বী
বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে সিংহভাগ ভারতীয় ব্যাটারদের ব্যর্থতার দিনেই অনবদ্য শতরান হাঁকালেন যশস্বী জয়সওয়াল। প্রমাণ করে দিলেন কেন তাঁকে ভবিষ্যতের তারকা বলা হচ্ছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথম দিনশেষে ১৭৯ রানে অপরাজিত রয়েছেন যশস্বী। এই ইনিংসের সুবাদেই তিনি যোগ দিলেন সচিন তেন্ডুলকর, রবি শাস্ত্রীদের বিশেষ তালিকায়।
রোহিত শর্মার মতো একাধিক টপ অর্ডার ব্যাটার যেখানে ইনিংসের শুরুটা ভাল করেও অর্ধশতরানের গণ্ডি অবধি পার করতে পারেননি, সেখানে যশস্বী কার্যত একা হাতেই ভারতের ইনিংস টানলেন।
প্রথমে পরিস্থিতি বুঝে দেখেশুনেই নিজের ইনিংসটা শুরু করেন যশস্বী। তারপর দিন গড়ালে তাঁর ব্যাটিং স্ট্রাইক রেট বাড়ে। ১৫১ বলে নিজের টেস্ট কেরিয়ারের দ্বিতীয় শতরান হাঁকান তরুণ ওপেনিং ব্যাটার।
মাত্র চতুর্থ ভারতীয় হিসাবে ২৩-র আগে দেশ এবং বিদেশের মাটিতে লাল বলের ক্রিকেটে সেঞ্চুরি করলেন যশস্বী। তিনি বাদে সচিন, শাস্ত্রী ও বিনোদ কাম্বলির দখলে এই কীর্তি আছে।
হার্টলির বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন যশস্বী। তাঁর ১৭৯ রানের ইনিংস সাজানো ছিল ১৭টি চার ও পাঁচটি ছক্কায়।
শ্রেয়স, পাতিদাররা বড় রান করতে না পারলেও, যশস্বী তাঁদের সঙ্গে পার্টনারশিপ গড়ে ভারতকে তিনশোর গণ্ডি পার করান।
তাঁর অপরাজিত ১৭৯ রানের ইনিংসের সুবাদেই দ্বিতীয় টেস্টের প্রথম দিনশেষে ভারতের স্কোর ৩৩৬/৬।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -