Yuzvendra Chahal-Dhanashree Verma: বিবাহবিচ্ছেদের জল্পনা তুঙ্গে, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার মোট সম্পত্তির পরিমাণ কত?
ভারতীয় ক্রিকেটে ফের বিচ্ছেদের সুর। এবার ঘর ভাঙছে যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকাধিক রিপোর্ট অনুযায়ী ভারতীয় ক্রিকেটার ও তাঁর কোরিওগ্রাফার-ডাক্তার স্ত্রীর বিবাহবিচ্ছেদ ঘটতে চলেছে।
সম্প্রতি চাহাল ও ধনশ্রী সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করে দিয়েছেন, যা বিচ্ছেদের জল্পনা বাড়াচ্ছে।
ধনশ্রীর প্রোফাইলে দুইজনের একসঙ্গে বেশ কিছু ছবি এখনও রয়েছে।
তবে চাহাল নিজের প্রোফাইল থেকে ধনশ্রীর সমস্ত ছবি সরিয়ে দেওয়ায় দুইজনের বিবাহবিচ্ছেদের জল্পনা আরও বাড়ে।
ধনশ্রীর সোশ্যাল মিডিয়ায় ৬.২ মিলিয়ন ফলোয়ার রয়েছে। ইনফ্লুয়েন্সার হিসাবে ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং অ্যাড, কোরিওগ্রাফি থেকে অর্থ উপার্জন করেন তিনি।
তাঁক মোট সম্পত্তির পরিমাণ তিন মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় হিসেব করলে দাঁড়ায় প্রায় ২৪ কোটি।
অপরদিকে, চাহাল ক্রিকেটার হিসাবে এবং বিভিন্ন ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে অর্থ উপার্জন করেন। এছাড়া তিনি ব্যবসায় বিনিয়োগও করেছেন।
বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকে বছরে সাত-আট কোটি টাকা পাওয়া চাহালের মোট সম্পত্তির পরিমাণ ৭০ থেকে ৮০ কোটি টাকা।
সুতরাং, স্বামী ও স্ত্রী, উভয়েই যে প্রচুর সম্পত্তির মালিক তা কিন্তু বলাই বাহুল্য। ছবি: ধনশ্রী/চাহালের সোশ্যাল মিডিয়া
- - - - - - - - - Advertisement - - - - - - - - -