World Cup 2023: রোহিতের রেকর্ড, মারক্রামের নজির, কেমন কাটল বিশ্বকাপের প্রথম সপ্তাহ?
গত ৫ অক্টোবর থেকে শুরু হয়েছে চলতি বছরের ওয়ান ডে বিশ্বকাপ। এক সপ্তাহ পার হয়ে গেল এই মেগা টুর্নামেন্টের। ভারতের মাটিতে আয়োজিত হচ্ছে এবারের বিশ্বকাপ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিউজিল্যান্ডের ডেভন কনওয়ে ও রচিন রবীন্দ্র জুটি প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জ্বলে উঠেছিলেন। প্রথমজন ১২৫ ও দ্বিতীয় জন ১২৩ রান করেছিলেন।
বিশ্বকাপের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ হয়েছিল। সেই ম্যাচে ৪২৯ রান বোর্ডে তুলেছিল প্রোটিয়া বাহিনী। ডি কক, মারক্রাম ও ডুসেন সেঞ্চুরি করেছিলেন।
বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতরানের মালিক এখন মারক্রাম। মাত্র ৪৯ বলে শতরান হাঁকিয়েছিলেন ডানহাতি এই ব্যাটার।
ডেভিড মালানে বিশ্বকাপের মঞ্চে অভিষেক সেঞ্চুরি। বাংলাদেশের বিরুদ্ধে ইংল্যান্ড ৪৬৫ রান বোর্ডে তুলে নেয়। মালান ১০৭ বলে ১৪০ রানের ইনিংস খেলেন।
অক্টোবরের ৮ তারিখ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় দল। কে এল রাহুল ও বিরাট কোহলির দুর্দান্ত অর্ধশতরানের ওপর ভর করে ম্যাচ জিতে নেয় ভারত।
শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তান পাহাড়প্রমাণ রান তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছিল। আব্দুল্লাহ শাফিক ও মহম্মদ রিজওয়ান সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সেই ম্যাচে।
আফগানিস্তানের বিরুদ্ধে ১৩১ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। বিশ্বকাপের সর্বাধিক সেঞ্চুরির মালিক তিনি এখন। এছাড়ও আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কাও তাঁর দখলে। মোট ৫৫৬টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।
ভারতের পরপর ২ ম্যাচে অর্ধশতরান করলেন বিরাট কোহলি। কিং কোহলির ব্যাটের ওপর নির্ভর করছে এবার ভারতের বিশ্বকাপ ভাগ্য।
পরপর ২ ম্যাচে সেঞ্চুরি ডি ককের। গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচেও ১০৯ রানের ইনিংস খেলেন বাঁহাতি উইকেট কিপার ব্যাটার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -