CWG 2022: ভারতের পতাকা বাহকের ভূমিকায় সিন্ধু, মনপ্রীত, বর্ণাঢ্য অনুষ্ঠানের শুরু গেমস
প্রবল জাঁক জমকের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে ২২তম কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনু্ষ্ঠান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনুষ্ঠানে আতসবাজির সমাহারের পাশাপাশি ছিল দর্শকদের মনোরঞ্জনের জন্য নাচ গানের বন্দোবস্তও।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় তারকাদের নীল রঙের শেরওয়ানি এবং সাদা রঙের প্যান্টে দেখা যায়।
প্রথমে পিভি সিন্ধুই ভারতের পতাকা বাহক হবেন বলে সিদ্ধান্ত জানানো হলেও, সিন্ধুর সঙ্গে ভারতীয় হকি দলের অধিনায়ক মনপ্রীত সিংহও এদিন যৌথভাবে পতাকা বাহক হন।
ভারতীয় অ্যাথলিটরা উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে আলাদাভাবে নিজেদের ছবিও তোলান।
পিভি সিন্ধুকেও গোটা ভারতীয় ব্যাডমিন্টন দলের সঙ্গে আলাদা করে গ্রুপ ছবি তুলতে দেখা যায়।
বাদ ছিলেন না লভলিনা বড়গোঁহাইরাও। খুশি মুখে লভলিনা বাকি ভারতীয় বক্সারদের সঙ্গে গ্রুপ ছবি তোলেন।
দর্শকদের মধ্যে বেশ বড় মাত্রায় ভারতীয় সমর্থকরাও উপস্থিত ছিলেন ভারতের পতাকা হাতে নিজেদের সমর্থন জানাতে।
তবে এ সবের মধ্যে অলিম্পিক্সে স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়ার না থাকাটা বেশ হতাশাজনক। নীরজ দিন কয়েক আগেই চোটের জন্য টুর্নামেন্ট থেকেই ছিটকে যান।
টুর্নামেন্টে এবার দুইশোর অধিক ভারতীয় অ্যাথলিট অংশগ্রহণ করছেন। ভারতীয় তারকারা এবার পদক জয়ের নিরিখে নতুন ইতিহাস তৈরি করতে পারে কি না, সেটাই দেখার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -