CWG 2022: সাক্ষীর কামব্যাক থেকে সিন্ধু, লভলিনার ইতিহাস, বার্মিংহামে ভারতীয় মহিলা অ্যাথলিটদের জয়জয়কার
এবারের কমনওয়েলথ গেমসে ভারতকে প্রথম পদক এনে দিয়েছিলেন ভারোত্তোলক মীরাবাঈ চানু। অলিম্পিক্সের পর এই পদকের মাধ্যমে নিজের ধারাবাহিকতা প্রমাণ করলেন মীরাবাঈ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশ্বচ্যাম্পিয়ন নিখাত জারিনের খেকে সোনা জয়েরই প্রত্যাশা ছিল। ভারতীয় বক্সার সেই প্রত্যাশা পূরণ করে সোনা নিয়েই ফিরেছেন দেশে।
বিগত দুই গেমসে সোনা জিতেছিলেন ভিনেশ ফোগত, বার্মিংহামেও সেই ধারা অব্যাহত রইল, হ্যাটট্রিক করলেন ভিনেশ।
একসময় অবসর নেবেন বলে ভেবেই ফেলেছিলেন, কিন্তু সোনা জিতে আবারও সাক্ষী মালিক প্রমাণ করলেন তিনি ফুরিয়ে যাননি।
গত দুই গেমসে ব্রোঞ্জ, রুপো জিতলেও সোনা অধরাই ছিল, এবার সিঙ্গলসে নিজের সেই অধরা স্বপ্ন পূরণ করলেন দুই বারের অলিম্পিক্স পদকজয়ী পিভি সিন্ধু। কমনওয়েলথে প্রথম স্বর্ণপদক জিতলেন তারকা শাটলার।
লন বলে কোনওকালেই ভারতীয় দল সোনা তো দূর পদকই জিতেছিল না। তবে মহিলাদের ফোরসে ভারতকে একেবারে দেশকে সোনা এনে দিলেন পিঙ্কি, লাভলিরা।
অলিম্পিক্সে পদক জিতেছিলেন, এবার কমনওয়েলথেও প্যারা টেবিল টেনিসে ভারতকে প্রথম সোনা এনে দেন ভাবিনা পটেল।
নিজের প্রথম কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করেই সোনা জিতে নিয়েছেন বক্সার নীতু।
২০০৬ সালে মেলবোর্নে শেষবার পদক জিতেছিল ভারতীয় মহিলা হকি দল। বার্মিংহামেই ১৬ বছর অপেক্ষার অবসান ঘটাল সবিতা পুনিয়ার নেতৃত্বাধীন ভারতীয় মহিলা হকি দল।
ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হৃদয়ভঙ্গ হলেও, ক্রিকেট খেকে ভারতকে প্রথম কমনওয়েলথ পদক এনে দেন হরমনপ্রীতের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা ক্রিকেট দল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -