Dale Steyn Career in Pics: টেস্ট, টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেটশিকারি, ডেল স্টেনের ঈর্ষণীয় কেরিয়ার
মঙ্গলবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ডেল স্টেন। আন্তর্জাতিক ক্রিকেটে ঈর্ষণীয় কেরিয়ার তাঁর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটেস্টে ৪৩৯ উইকেটের মালিক স্টেন। তিনিই টেস্টে দক্ষিণ আফ্রিকার সর্বকালের সেরা উইকেটশিকারি। ৪২১ উইকেট নিয়ে দু নম্বরে শন পোলক।
ওয়ান ডে ক্রিকেটে ১৯৪টি উইকেট রয়েছে স্টেনের। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে ওয়ান ডে উইকেটের নিরিখে তিনি পাঁচ নম্বরে। শীর্ষে শন পোলক।
টি-টোয়েন্টি ক্রিকেটেও দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট স্টেনের। ৪৭টি টি-টোয়েন্টিতে ৬৪টি উইকেট রয়েছে তাঁর। ৬১টি উইকেট নিয়ে ইমরান তাহির রয়েছেন দুই নম্বরে।
দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ধরনের ফর্ম্যাটে ৬৯৯টি উইকেট নিয়েছেন ডানহাতি পেসার।
স্টেনের টেস্ট অভিষেক হয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে, ২০০৪ সালের ডিসেম্বরে, পোর্ট এলিজাবেথে।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে শেষ টেস্ট খেলেন সেই মাঠেই। ওই বছরই অগাস্টে টেস্ট থেকে অবসরের ঘোষণা করে দেন।
তাঁর শেষ ওয়ান ডে ছিল ২০১৯ সালের মার্চ মাসে। সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।
তাঁর শেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল গত বছরের ফেব্রুয়ারিতে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
টেস্ট ও ওয়ান ডে মিলিয়ে মোট ২৯ বার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে স্টেনের। ছবি - স্টেনের ইনস্টাগ্রাম থেকে নেওয়া
- - - - - - - - - Advertisement - - - - - - - - -