Durand Cup 2023: পিছিয়ে পড়েও গোয়ার বিরুদ্ধে দুরন্ত জয়ে ডুরান্ডের ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট
এফসি গোয়ার বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচের শুরুটা কিন্তু এফসি গোয়াই বেশি ভাল করে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপেত্রাতোস মোহনবাগানের হয়ে ১৭ মিনিটে দূরপাল্লার একটি শট নিলেও, তা গোয়ার গোলরক্ষক ধীরজ সহজেই বাঁচিয়ে দেন।
ম্যাচের ২৩ মিনিটে হুগো বুমোর ভুলের সুযোগ নিয়ে নোয়া পেনাল্টি বক্সের বাইরে থেকেই এক দুরন্ত শটে এফসি গোয়াকে এগিয়ে দেন।
তবে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি মোহনবাগান। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই পেনাল্টি পেয়ে যায় মোহনবাগান। যদিও পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে বেশ বিতর্ক হয়।
জেসন কামিন্স পেনাল্টি স্পষ্ট থেকে কোনওরকম ভুল করেননি। প্রথমার্ধ শেষ হয় ১-১ স্কোরলাইনে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মোহনবাগান এফসি গোয়ার গোল লক্ষ্য করে আক্রমণ শানায়। ম্যাচের ঘণ্টাখানেকের মাথায় তাঁর সুফলও পেয়ে যায় সবুজ মেরুন।
ঝিঙ্গান বল ক্লিয়ার করতে ব্যর্থ হন। পরিবর্ত হিসাবে নামা সাদিকু বল পায়ে পেয়ে গোল করতে কোনওরকম ভুল করেননি। দূরপাল্লার শটে ২-১ এগিয়ে দেন মোহনবাগানকে।
ম্যাচে আর কোনও গোল না হওয়ায় সেমিফাইনাল জিতে নেয় সবুজ মেরুন। ডুরান্ডের ফাইনালে কলকাতা ডার্বির সাক্ষী থাকবেন ফুটবলপ্রেমীরা। খেতাবি লড়াইয়ে ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে মোহনবাগান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -