ISL: আইএসএলে প্রথমবার নর্থ ইস্টকে হারিয়ে জয়ে ফিরল ইস্টবেঙ্গল
নর্থ ইস্টের বিরুদ্ধে এর আগে কোনওদিনও আইএসএলে জেতেনি ইস্টবেঙ্গল। তাই চ্যালেঞ্জটা কঠিনই ছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউপরন্তু, বিগত ১০ আইএসএল ম্যাচে (আটটি হার ও দুইটি ড্র) জয়হীন ছিল লাল হলুদ।
তবে ম্যাচের ১১ মিনিটেই গোলকিপার খেকে পাস খেলে বল তৈরির প্রচেষ্টায় ভুল করে বসে নর্থ ইস্ট। মহেশ নাওরেম প্রেস করে বল জিতে নেন এবং তাঁর পাস থেকেই গোল করেন ক্লেইটন সিলভা।
প্রখমার্ধের নির্ঘারিত সময়ের একেবারে শেষ মিনিটে এক দূরপাল্লার শট থেকে লাল হলুদ গোলরক্ষক কমলজিৎ বল দস্তানাবদ্ধ করতে পারেননি। নর্থ ইস্টের হয়ে ডার্বিশায়ার দুরন্ত সুযোগ পেলেও তা নষ্ট করেন।
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের শুরটাও লাল হলুদ ফুটবলাররাই বেশি ভাল করেন। বিশেষ করে নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে নজর কাড়েন ভিপি সুহের।
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের শুরটাও লাল হলুদ ফুটবলাররাই বেশি ভাল করেন। বিশেষ করে নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে নজর কাড়েন ভিপি সুহের।
ম্যাচের ৮৪ মিনিটে ফের একবার সুহেরের পাস থেকে জর্ডন ও'ডোহার্টির পা থেকে আসে লাল হলুদের তৃতীয় গোলটি।
ম্যাচের ইনজুরি টাইমে কর্নার থেকে এক হেডারে ডার্বিশায়ার নর্থ ইস্টের হয়ে ব্যবধান কমান বটে। তবে তা সান্ত্বনা গোলই বলা চলে।
৩-১ স্কোরলাইনে ম্যাচ জিতে নেয় লাল হলুদ। এই প্রথমবার আইএসএলে নর্থ ইস্টকে হারাল ইস্টবেঙ্গল।
পরের সপ্তাহে শনিবার এটিকে মোহনবাগানের ডার্বি। তার আগে এই জয় নিঃসন্দেহে ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনকে স্বস্তি দেবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -