BFC vs EB: ক্লেটনের গোলে জয়ের সরণীতে ফিরল ইস্টবেঙ্গল, হারাল বেঙ্গালুরুকে

East Bengal: বেঙ্গালুরুর ঘরের মাঠে এই নিয়ে সব প্রতিযোগিতায় পাঁচ ম্যাচ খেলে তৃতীয় জয় পেল ইস্টবেঙ্গল।

মরসুমের দ্বিতীয় জয় পেল লাল হলুদ (ছবি: আইএসএল)

1/8
দুই ম্যাচে পরাজয়ের পর অবশেষে জয়ে ফিরল ইস্টবেঙ্গল। বেঙ্গালুরুকে তাদেরই ঘরের মাঠে হারাল লাল হলুদ।
2/8
১১ মিনিট পর চারালাম্বোস কিরিয়াকু দূরপাল্লার এক শটে গোল করার চেষ্টা করেছিলেন বটে, তবে গুরপ্রীত সিংহ সহজেই সেই শট দস্তানাবদ্ধ করেন।
3/8
প্রচুর চেষ্টা করেও কোনও দলই গোল করতে পারেনি। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যই শেষ হয়।
4/8
৬২ মিনিটে হার্নান্ডেজের এক দুরন্ত পাস থেকে গোল করার সুবর্ণ সুযোগ পেয়ে যান রয় কৃষ্ণ। তবে তিনি নিজের শটটি ঠিকঠাক নিতে পারেননি।
5/8
মিনিট সাতেক পরেই অবশ্য সুযোগ পেয়ে তা হাতছাড়া করেননি বেঙ্গালুরুর প্রাক্তন তারকা ক্লেটন। ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন তিনি।
6/8
৯০ মিনিটের মাথায় ফের একবার কৃষ্ণর কাছে গোল করার সুযোগ তৈরি হয়েছিল বটে। তবে ইভান গঞ্জালেসের মরিয়া ট্যাকেলে গোল অবধি পৌঁছতে পারেননি কৃষ্ণ
7/8
শেষমেশ ম্যাচে আর কোনও গোল না হওয়ায় ইস্টবেঙ্গল মরসুমের দ্বিতীয় জয়টি পেয়ে যায়। ক্লেটনকেই ম্যাচ সেরা ঘোষণা করা হয়।
8/8
এই জয়ের ফলে ইস্টবেঙ্গল বেঙ্গালুরুকে পিছনে ফেলে লিগ তালিকায় আট নম্বরে উঠে এল। তাদের দখলে বর্তমানে ছয় পয়েন্ট।
Sponsored Links by Taboola