EB vs HFC: কমলজিৎ-র চোখধাঁধানো পারফরম্যান্স সত্ত্বেও হায়দরাবাদের বিরুদ্ধে হারল ইস্টবেঙ্গল
জামশেদপুরের বিরুদ্ধে ৩-১ স্কোরলাইনে জয়ের প্রায় সপ্তাহ দু'য়েক পর ফের মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅপরদিকে নিজামের শহরের দলের লক্ষ্য ছিল ম্যাচ জিতে লিগ তালিকায় শীর্ষে পৌঁছনো।
ম্যাচের শুরুর দিকে গত বারের চ্যাম্পিয়নদের শান্ত রাখতে সক্ষম হয় ইস্টবেঙ্গল। ম্যাচের সিংহভাগ লড়াইটাই মাঝমাঝে হচ্ছিল।
তবে হঠাৎ করেই ৩৭ মিনিটের মাথায় সবটা বদলে যায় লম্বা থ্রো থেকে মহম্মদ ইয়াসির ইস্টবেঙ্গলের পেনাল্টি বক্সে বল পেয়ে যান। চোথধাঁধানো ভলিতে দলকে এগিয়েও দেন তিনি।
প্রথমার্ধের নির্ধারিত সময়ের একদম শেষ মিনিটে ও'ডোহার্টির পাস থেকে দুরন্ত গোল করার সুযোগ পেয়ে যান ক্লেটন সিলভা। তবে গোলকিপারকে কার্যত একা সামনে পেয়েও তিনি গোল করতে ব্যর্থ হন।
দ্বিতীয়ার্ধে মহেশ নাওরেমের দুরন্ত ক্রস থেকে হায়দরাবাদ পেনাল্টি বক্সে বল পেয়ে যান হাওকিপ। তাঁকে চ্যালেঞ্জ জানানোর কেউ না থাকলেও নিজের হেডার গোলে রাখতে পারেননি তিনি।
ম্যাচ যতই এগোয়,ততই হায়দরাদ আক্রমণের ঝাঁঝ বাড়তে থাকে। তবে একের পর এক সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন লাল হলুদ গোলরক্ষক কমলজিৎ সিংহ।
বাঁ-দিক থেকে হায়দরাবাদের বোর্জার একের পর এক ইস্টবেঙ্গকে চাপে ফেলে। শেষমেশ হাভি সিভেরিও ৮৫ মিনিটের মাথায় হায়দরাবদের হয়ে দ্বিতীয় গোলটি করেন।
ম্যাচে আর কোনও গোল না হওয়ায় ২-০ জিতে লিগ তালিকার শীর্ষে পৌঁছে গেল হায়দরাবাদ। ইস্টবেঙ্গল নয় পয়েন্ট নিয়ে আট নম্বরেই রইল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -