Eden Hazard Retirement: 'অলসতম ফুটবলার' থেকে আইকন হওয়ার সফর, ৩২ বছরে অবসর ঘোষণা অ্যাজারের
তাঁর সম্পর্কে একদা তাঁর প্রাক্তন ক্লাব সতীর্থ জন ওবি মিকেল বলেছিলেন, 'ওর থেকে অলস ফুটবলার আমি আমার জীবনে দেখিনি। ও কখনই অনুশীলন করত না। তবে সপ্তাহান্তে প্রায়শই ম্যাচ সেরার পুরস্কারটা ওর হাতেই উঠত।'
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতিনি এডেন অ্যাজার। বেলজিয়াম জাতীয় দল থেকে চেলসি, কেরিয়ারের সিংহভাগ ক্লাবেই ১০ নম্বর জার্সি পরে খেলেছেন অ্যাজার। আর বছরের দশম মাসের দশম দিনটিকেই বিদায়ের জন্য বেছে নিলেন তিনি। মাত্র ৩২ বছর বয়সেই পেশাদার ফুটবলার জীবনে ইতি টানলেন তারকা ফুটবলার।
দীর্ঘদিন ধরেই চোট আঘাতে বারংবার ভুগছিলেন তিনি। চোটের জেরেই রিয়াল মাদ্রিদের হয়ে কোনওদিন তেমনভাবে পারফর্মই করতে পারেননি। আর সেই চোটের কারণেই তিনি কেরিয়ারে ইতি টানতে বাধ্য হলেন বলে বিদায়ীবার্তায় আভাস দিয়েছেন অ্যাজার।
বেলজিয়ামের 'গোল্ডেন জেনারেশন'র অন্যতম ফুটবলার দেশকে বড় ট্রফি এনে দিতে না পারলেও, চেলসির হয়ে ইউরোপা লিগ জয় থেকে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব স্তরে প্রচুর সাফল্যে পেয়েছেন।
চেলসির হয়ে সাত মরশুমই অ্যাজারের কেরিয়ারের সেরা সময় বলে মনে করেন বিশেষজ্ঞরা। চেলসির জার্সিতে ৩৫২টি ম্যাচে ১১০টি গোল করার পাশাপাশি মোট ৯২টি অ্যাসিস্ট দিয়েছেন তিনি। জিতেছেন, দুইটি প্রিমিয়ার লিগ, ইউরোপা লিগ, একটি করে এফএ কাপ, লিগ কাপ।
চেলসির হয়ে প্রিমিয়ার লিগে তাঁর ৫৯টি অ্যাসিস্ট ব্লুজ়দের হয়ে সর্বকালের সর্বাধিক।
চেলসি জার্সিতে এক মরশুমে লিগে তাঁর থেকে বেশি গোলের অ্যাসিস্ট প্রদান করার কৃতিত্ব আর কারুর নেই। ২০১৪-১৫ মরশুমে অ্যাজার পশ্চিম লন্ডনের ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগে ১৭টি গোলের পাস দেন।
চেলসি জার্সিতে এফএ কাপে ১৫টি, ইউরোপা লিগে ১২টি এবং চ্যাম্পিয়ন্স লিগে ১১টি অ্যাসিস্ট রয়েছে অ্যাজারের দখলে, যা সর্বকালের সর্বোচ্চ।
প্রথম চেলসি ফুটবলার হিসাবে তিনি ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বিচারে মরশুম সেরা ফুটবলার হওয়ার পুরস্কার পান ২০১৫ সালে।
বেলজিয়ামের হয়ে অ্যাজারই সর্বকালের সর্বাধিক ৪০টি গোলের অ্যাসিস্ট দিয়েছেন। তবে আর নয়। এবার বর্ণময় ফুটবল কেরিয়ার শেষ করলেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -