Stuart Broad: টেস্টে ৬০০ উইকেটের মাইলস্টোনে পৌঁছেছেন, স্টুয়ার্ট ব্রডের সেরা পাঁচ নজির
স্টুয়ার্ট ব্রড টেস্ট কেরিয়ারে নতুন কৃতিত্বের মালিক হয়েছেন। ৬০০ উইকেট শিকার করেছেন ইংল্যান্ডের তারকা পেসার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইংল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে এই নজির গড়লেন ব্রড। তাঁর আগে রয়েছেন শুধু জিমি অ্যান্ডারসন।
২০১৫ অ্যাশেজ সিরিজের সময় ব্রড সেরা ফর্মে ছিলেন। সেবার তাঁর কেরিয়ারের সেরা বোলিং স্পেল করেছিলেন তিনি।
ট্রেন্টব্রিজে মাত্র ১৫ রানের বিনিময়ে ব্রড তুলে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার ৮ উইকেট।
নিজের টেস্ট কেরিয়ারে ১৬৬ ম্যাচ খেলেছেন ব্রড। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ খেলছেন তিনি এই মুহূর্তে।
টেস্ট ফর্ম্যাটে এখনও পর্যন্ত ২০ বার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েছেন ব্রড। ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তিনবার।
ওয়ান ডে ফর্ম্যাটে ব্রড ১২১ ম্যাচ খেলে ১৭৮ উইকেট নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৩ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছিলেন ব্রড।
টি-টোয়েন্টি ফর্ম্যাটে ৫৬ ম্যাচ খেলে ব্রড ৬৫ উইকেট তুলেছিলেন।
আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে এখনও পর্যন্ত ২৪৩ ম্যাচ খেলে মোট ৮৪৩ উইকেট নিয়েছেন ব্রড। ২০১৫ বিশ্বকাপের পর থেকে সেভাবে ওয়ান ডে ফর্ম্যাটে আর দেখা যায়নি ব্রডকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -