Euro Final 2020: ইউরো চ্যাম্পিয়নরা দেশে ফিরতেই উৎসব ইতালিজুড়ে
ওয়েম্বলি স্টেডিয়ামে ইতিহাস তৈরি করা হল না ইংল্যান্ডের। পুরো ৬৫ মিনিট পিছিয়ে থাকার পরেও দুরন্ত প্রত্যাবর্তন ঘটাল ইতালি। নির্ধারিত সময়ে ম্যাচের ফয়সালা না হওয়ায় অতিরিক্ত সময়ের খেলা হয়। সেখানেই আর কোনও গোল না হওয়ায় ম্য়াচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৩-২ গোলে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য ইউরোপের সেরা দলের স্বীকৃতি ছিনিয়ে নিল ইতালি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনা বিধ্বস্ত ইতালিতে যেন ফিরল বর্ষবরণের রাত। লিওনার্দো বোনুচ্চিরা চ্যাম্পিয়ন হতেই রোম শহরে উৎসবে মাতল আমজনতা।
উৎসব করতে রাস্তায় নেমে এলেন সাধারণ মানুষ।
১৯৬৮ সালের পর ফের ইউরো চ্যাম্পিয়ন হল ইতালি। আর সেই মুহূর্ত তারিয়ে তারিয়ে উপভোগ করল গোটা দেশ।
৫৩ বছর পর ইউরো চ্যাম্পিয়ন হল ইতালি। সুদৃশ্য ট্রফিতে খোদাই করা হল ইতালির নাম।
রবার্তো মানচিনির প্রশিক্ষণাধীন দল টানা ৩৪ ম্যাচে হারেনি।
ট্রফি নিয়ে সোমবার রোমে ফিরলেন বোনুচ্চি, দোনারুম্মা, ইনসাইনেরা।
টাইব্রেকারে ২টি গোল বাঁচিয়ে ইতালির জয়ের নায়ক গোলকিপার দোনারুম্মা।
২০১৮ সালের বিশ্বকাপে যোগ্যতা না পাওয়ার যন্ত্রণা যেন ভুললেন বোনুচ্চিরা।
জাতীয় নায়কদের স্বাগত জানাতে বিমানবন্দরে মানুষের ঢল। ছবি: ইতালি ফুটবল সংস্থা
- - - - - - - - - Advertisement - - - - - - - - -