Virat Kohli: ওয়ান ডে ফর্ম্যাটে দ্রুততম ১০ হাজার রানের মালিক কে? তালিকায় প্রথম পাঁচে কে কে রয়েছেন?
প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি রয়েছেন এই তালিকায় সবার আগে। তিনি চলতি এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে এই মাইলস্টোন স্পর্শ করেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাত্র ২৬৭ ইনিংস নিয়েছেন বিরাট এই মাইলস্টােন স্পর্শ করতে। ভেঙে দিয়েছেন সচিন তেন্ডুলকরের রেকর্ড।
তালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছেন মাস্টার ব্লাস্টার। ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক তিনি।
সচিন তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ওয়ান ডে ফর্ম্যাটে ৩২১ ইনিংস খেলে ১৩ হাজার ওয়ান ডে রান পূরণ করেছিলেন।
রিকি পন্টিং রয়েছেন তালিকায় এরপ রের স্থানে। অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে বিশ্বকাপও জিতেছেন।
পন্টিং তাঁর আন্তর্জাতিক ওয়ান ডে কেরিয়ারে ৩৪১ ইনিংস খেলে ১৩ হাজার ওয়ান ডে রান পূরণ করেছিলেন।
তালিকায় পরের নামটি শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারার। তিনিও ওয়ান ডে কেরিয়ারের ১৩ হাজার পূরণ করেছিলেন।
২০১১ বিশ্বকাপের রানার্স আপ লঙ্কা ব্রিগেডের অধিনায়ক সাঙ্গাকারা ৩৬৩ ইনিংস খেলে এই মাইলস্টোন ছুঁয়েছিলেন।
তালিকায় শেষে রয়েছেন আরেক লঙ্কা অধিনায়ক ও একসময়ের বিধ্বংসী লঙ্কা ওপেনার সনৎ জয়সূর্য। তিনি ৪১৬ ইনিংস সময় নিয়েছিলেন ১৩ হাজার ওয়ান ডে রান পূরণ করার জন্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -