FIFA WC 2022: এক নজরে চলতি বিশ্বকাপের সবথেকে চমকপ্রদ ফলাফলগুলি
চলতি বিশ্বকাপের একেবারে শুরুর দিকেই এই বিশ্বকাপের সম্ভবত সবথেকে বড় অঘটনটি ঘটায় সৌদি আরব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলিওনেল মেসির গোল সত্ত্বেও ২-১ স্কোরলাইনে বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল আর্জেন্তিনাকে পরাজিত করে সৌদি আরব।
টুর্নামেন্টের দ্বিতীয় বড় অঘটন বলতে জার্মানির বিরুদ্ধে জাপানের জয়।
এক গোলে পিছিয়েও পড়েও জাপান চার বারের বিশ্বচ্যাম্পিন জার্মানিকে ২-১ গোলে হারায়।
শুধু জার্মানিই এই বিশ্বকাপে জাপান আরেক ফেভারিট দলকেই নিজেদের শেষ গ্রুপ পর্বের ম্যাচে পরাজিত করে।
জার্মানির মতোই স্পেনের বিরুদ্ধেও পিছিয়ে পড়লেও লড়াই ছাড়েনি জাপান। জার্মানির মতো একই স্কোরলাইনে স্পেনকেও হারায় জাপান।
এশিয়ার আরেকটি দল কোরিয়া প্রজাতন্ত্রও এবারের বিশ্বকাপের এক হেভিওয়েট দলকে পরাজিত করে।
মরণ-বাঁচন ম্যাচে পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের নক আউটে নিজেদের জায়গা পাকা করে কোরিয়া প্রজাতন্ত্র।
বিশ্বকাপে জাপানের মতোই জোড়া অঘটন ঘটানোর কৃতিত্ব রয়েছে মরক্কোর দখলে।
গ্রুপ পর্বে জিয়েখরা ২-০ গোলে বেলজিয়ামকে পরাজিত করে। এরপর প্রি-কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময়ে ম্যাচ ড্র হলেও, পেনাল্টিতে স্পেনকে হারায় মরক্কো।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -