FIFA WC 2022: কাতারে ইতালিসহ এই পাঁচ বিখ্যাত দলকে মিস করবেন ফুটবলভক্তরা
Qatar World Cup: আসন্ন কাতার বিশ্বকাপে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ইতালিকেই দেখা যাবে না। এছাড়া দক্ষিণ আমেরিকার আরও দুই বিখ্যাত ফুটবল দেশও রয়েছে। দেখুন গোটা তালিকা।
এই দলগুলি খেলবে না কাতার বিশ্বকাপ (ছবি ইতালি ট্যুইটার)
1/10
এ বারের বিশ্বকাপে না খেলা সবথেকে বড় দেশ নিঃসন্দেহ ইতালি। ইউরো চ্যাম্পিয়নদের কোয়ালিফায়ার সোজা ছিল না।
2/10
তবে নর্থ ম্যাসিডোনিয়ার বিরুদ্ধে এক চরম লজ্জাজনক হারেই আজুরিদের বিশ্বকাপে খেলার স্বপ্নে জল ঢেলে দিল।
3/10
পরপর দুই বার কোপা আমেরিকা জিতেছিল চিলির স্বর্ণযুগের ফুটবলাররা। অ্যালেক্সিস স্যাঞ্চেজ, আর্তুরো ভিদালরা ওই সময় বিশ্বের অন্যতম সেরা দল ছিল।
4/10
তবে চূড়ান্ত হতাশাজনক এক কোয়ালিফাইং রাউন্ডের জেরে নাগাড়ে দ্বিতীয়বার বিশ্বকাপে খেলা হচ্ছে না চিলির।
5/10
দক্ষিণ আমেরিকার আরেক প্রসিদ্ধ ফুটবল দেশ কলম্বিয়া। ফিফার ক্রমতালিকায় ১৭ নম্বরে থাকা কলম্বিয়াও কাতার বিশকাপের ছাড়পত্র পায়নি।
6/10
ফলে লুইস ডিয়াজদের মতো তারকাদের বিশ্বকাপে খেলতে দেখা যাবে না।
7/10
জ্লটান ইব্রাহিমোভিচ অবসর ভেঙে সুইডেনের জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন। কিন্তু তাতে লাভের লাভ কিছুই হল না।
8/10
কাতারের টিকিট বুক করতে পারিনি সুইডিশরা, আর জ্লাটান নিজেও চোটের জন্য দীর্ঘদিন বাইরে।
9/10
২০০৬ সালের পর থেকে প্রতিটি বিশ্বকাপেই খেলেছে নাইজিরিয়া। তবে ফিফার ক্রমতালিকায় সবচেয়ে এগিয়ে থাকা আফ্রিকান দেশ এ বারের বিশ্বকাপের টিকিট পাকা করতে পারিনি।
10/10
ফলে অ্যালেক্স ইয়োবি, ভিক্টর ওসিমহেন, কেলেচি ইহেনাচোর মতো পরিচিত মুখদের এবারে কাতারে খেলতে দেখা যাবে না। দেখা যাবে না নাইজিরিয়া বিখ্যাত জার্সিও।
Published at : 19 Aug 2022 11:41 AM (IST)