FIFA WC 2022: চলতি বিশ্বকাপে সর্বাধিক গোলের অ্যাসিস্ট দিয়েছেন কোন তারকারা?
FIFA WC 2022: এক নজরে গ্রুপ পর্ব থেকে প্রি-কোয়ার্টার ফাইনাল পর্যন্ত সর্বাধিক অ্যাসিস্ট প্রদানকারী তারকাদের তালিকা।
এক নজরে বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্ট প্রদানকারীরা (ছবি: এপি)
1/9
চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন পর্তুগালের ব্রুনো ফার্নান্ডেজ। তিনি চলতি বিশ্বকাপের সর্বোচ্চ তিনটি অ্যাসিস্ট প্রদান করেছেন।
2/9
গোল করতে না পারলেও, ব্রুনোর সঙ্গে যুগ্মভাবে সর্বাধিক তিনটি অ্যাসিস্ট প্রদান করেছেন হ্যারি কেনও।
3/9
বিশ্বকাপের সর্বাধিক গোলদাতা কিলিয়ান এমবাপে। তবে তিনি দুইটি অ্যাসিস্টও দিয়েছেন।
4/9
ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়ারের দখলেও রয়েছে দুইটি অ্যাসিস্ট।
5/9
ক্রোয়েশিয়ার হয়ে ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে সর্বাধিক গোলের সঙ্গে যুক্ত রয়েছেন ইভান পেরিসিচ। তিনি এই বিশ্বকাপে দুইটি অ্যাসিস্ট দিয়েছেন।
6/9
পর্তুগিজ তরুণ জাও ফেলিক্সও এই তালিকায় রয়েছেন। তিনিও দুইটি অ্যাসিস্ট প্রদান করেছেন।
7/9
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও ডুসান টাডিচ বিশ্বকাপে যুগ্ম অ্যাসিস্ট প্রদান করেছেন।
8/9
আমেরিকার তারকা ক্রিশ্চিয়ান পুলিসিচের দখলেও রয়েছে দুইটি অ্যাসিস্ট।
9/9
ফিলিপ ফডেনের দখলেও রয়েছে দুইটি অ্যাসিস্ট প্রদান করার কৃতিত্ব। ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে নামলে সেই পরিসংখ্যান আরও বাড়ানোর সুযোগ থাকবে তাঁর।
Published at : 09 Dec 2022 04:15 PM (IST)