FIFA WC 2022: আজকের আকর্ষণের কেন্দ্রবিন্দু এই পাঁচ তারকা ফুটবলার
বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার কেভিন দ্য ব্রুইন। এ বছরে ব্যালন ডি'অর তালিকায় তৃতীয় হয়েছিলেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবেলজিয়ামকে জয়ের সরণীতে ফেরাতে দ্য ব্রুইনের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ।
বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে ক্রোয়েশিয়ার হয়ে মোট ১৫টি গোলে ইভান পেরিসিচের অবদান রয়েছে।
কোনও ক্রোয়েশিয়ান খেলোয়াড় এই পরিসংখ্যানে পেরিসিচের ধারেকাছেও নেই। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ক্রোট তারকা মোট ১০ টি গোলে অবদান রেখেছেন।
বিশ্বকাপের প্রথম ম্যাচে জোড়া গোল করেছিলেন স্পেনের ফেরান তোরেস।
গোলের জন্য জাপান ম্যাচেও ফের তাঁর দিকেই তাকিয়ে থাকবে লা রোহারা।
জার্মানির বিরুদ্ধে জাপানের হয়ৈে জয়সূচক গোলটি করেছিলেন তাকুমা আসানো।
জাপান দলের হয়ে গোল লক্ষ্য করে তিনিই চলতি বিশ্বকাপে সর্বাধিকবার শটও নিয়েছেন। স্পেনের বিরুদ্ধে অঘটন ঘটাতে হলে আসনোর ভাল খেলাটা খুব প্রয়োজনীয়।
জার্মান দলের অন্যতম স্তম্ভ মিডফিল্ডার জশুয়া কিমিক। দলের হয়ে মাঝমাঠ থেকে খেলা নিয়ন্ত্রণ করেন তিনি।
কোস্তা রিকার বিরুদ্ধে জার্মানদের মরণ-বাঁচন ম্যাচে তাঁর দিকে নজর থাকবেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -