FIFA WC 2022: চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে সর্বোচ্চ গোলদাতা কারা?

FIFA World Cup: চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে মোট ১২০টি গোল হয়েছে যার মধ্যে ১১টি গোল ৯০ মিনিটের পরেই অতিরিক্ত সময়ে হয়েছে।

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকা (ছবি: এপি)

1/10
জাপানের বিরুদ্ধে হারলেও, নিজেদের গ্রুপে শীর্ষেই শেষ করেছে স্পেন।
2/10
দলের সাফল্যের অন্যতম বড় কারণ হলেন আলভারো মোরাতা। গ্রুপ পর্বের তিন ম্যাচেই একটি করে গোল করেছেন তিনি।
3/10
মোরতার মতোই গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছেন নেদারল্যান্ডসের কোডি গ্যাকপোও।
4/10
তিনি ডান পা, বাঁ পা ও হেডার সবদিয়েই গোল করেছেন। তিনি নেদারল্যান্ডসের হয়ে তিনটি গ্রুপ পর্বের ম্যাচে গোল করা প্রথম খেলোয়াড়।
5/10
গত বারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সও চ্যাম্পিয়নদের 'অভিশাপ' মুছে ফেলে নক আউট পৌঁছেছে।
6/10
ফরাসি দলের হয়ে তিনটি গোল করেছেন দলের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।
7/10
ইকুয়েডর বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে বটে, তবে বিশ্বকাপে তাঁরা নিজেদের প্রভাব ফেলতে সক্ষম হয়েছেন।
8/10
ইকুয়েডরের হয়ে দলের অধিনায়ক এনার ভ্যালেন্সিয়া তিনটি গোল করে যুগ্মভাবে এখনও এই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা।
9/10
অপরাজিত থেকেই বিশ্বকাপের নক আউটে পৌঁছেছে ইংল্যান্ড দল। অধিনায়ক হ্যারি কেনকে এখনও ছন্দে দেখায়নি।
10/10
তবে মার্কাস ব়্যাশফোর্ড কিন্তু থ্রি লায়ান্সদের হয়ে তিনটি গোল করেছেন। তিনিও যুগ্মভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে।
Sponsored Links by Taboola