FIFA WC 2022: চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে সর্বোচ্চ গোলদাতা কারা?
জাপানের বিরুদ্ধে হারলেও, নিজেদের গ্রুপে শীর্ষেই শেষ করেছে স্পেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদলের সাফল্যের অন্যতম বড় কারণ হলেন আলভারো মোরাতা। গ্রুপ পর্বের তিন ম্যাচেই একটি করে গোল করেছেন তিনি।
মোরতার মতোই গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছেন নেদারল্যান্ডসের কোডি গ্যাকপোও।
তিনি ডান পা, বাঁ পা ও হেডার সবদিয়েই গোল করেছেন। তিনি নেদারল্যান্ডসের হয়ে তিনটি গ্রুপ পর্বের ম্যাচে গোল করা প্রথম খেলোয়াড়।
গত বারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সও চ্যাম্পিয়নদের 'অভিশাপ' মুছে ফেলে নক আউট পৌঁছেছে।
ফরাসি দলের হয়ে তিনটি গোল করেছেন দলের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।
ইকুয়েডর বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে বটে, তবে বিশ্বকাপে তাঁরা নিজেদের প্রভাব ফেলতে সক্ষম হয়েছেন।
ইকুয়েডরের হয়ে দলের অধিনায়ক এনার ভ্যালেন্সিয়া তিনটি গোল করে যুগ্মভাবে এখনও এই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা।
অপরাজিত থেকেই বিশ্বকাপের নক আউটে পৌঁছেছে ইংল্যান্ড দল। অধিনায়ক হ্যারি কেনকে এখনও ছন্দে দেখায়নি।
তবে মার্কাস ব়্যাশফোর্ড কিন্তু থ্রি লায়ান্সদের হয়ে তিনটি গোল করেছেন। তিনিও যুগ্মভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -