Lionel Messi: আর এক গোল করলেই বাতিস্তুতার সঙ্গে একাসনে, মেসি কি গড়বেন নতুন রেকর্ড?
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারাল আর্জেন্তিনা। পৌঁছে গেল শেষ আটে। সেখানে লিওনেল মেসিদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত ছন্দে ছিলেন মেসি। পেশাদার ফুটবলে এটা ছিল তাঁর হাজারতম ম্যাচ।
আর হাজারতম ম্যাচকে স্মরণীয় করে রাখলেন মেসি। এক গোল করলেন। মেসির গোলেই ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যায় লা আলবিসেলেস্তেরা।
ম্যাচের ৩৫ মিনিটে। অস্ট্রেলিয়া বক্সের বাইরে ফ্রি কিক পায় আর্জেন্তিনা। মেসির মারা ফ্রি কিক হেড দিয়ে প্রাথমিকভাবে বিপন্মুক্ত করেন অজি ফুটবলার সাউটার। কিন্তু শীঘ্রই বলের দখল ছিনিয়ে নেয় আর্জেন্তিনা। আগের ম্যাচের অন্যতম নায়ক ম্যাক অ্যালিস্টার বল কেড়ে নিয়ে পাস বাড়ান বক্সের মধ্যে ঢুকে পড়া নিকোলাস ওতামেন্দিকে।
আর্জেন্তিনা রক্ষণভাগের স্তম্ভ ওতামেন্দি মেসির উদ্দেশে বল বাড়ান। প্রায় ১৫ গজ দূর থেকে বাঁ পায়ের মাটি ঘেঁষা ভলিতে গোল করেন মেসি।
বিশ্বকাপের ইতিহাসে নিজের অষ্টম গোল। সব মিলিয়ে চলতি বিশ্বকাপে নিজের তৃতীয় গোল। ১-০ এগিয়ে যায় আর্জেন্তিনা।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি নষ্ট করেছিলেন মেসি। সেই আক্ষেপ যেন এদিন সুদে আসলে পুষিয়ে দিলেন দুরন্ত ফুটবল দিয়ে। একবার তো অস্ট্রেলিয়ার পাঁচ ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন। যা দেখে ধারাভাষ্যকারেরা পর্যন্ত বলে উঠলেন, পঁয়ত্রিশ কোথায়, এ তো যেন পঁচিশের মেসি!
দিয়েগো মারাদোনা আর্জেন্তিনার জার্সিতে বিশ্বকাপে ৮ গোল করেছিলেন। সেই রেকর্ড ভেঙে দিলেন মেসি।
তাঁর সামনে এখন শুধু গ্যাব্রিয়েল বাতিস্তুতা। বিশ্বকাপে আর্জেন্তিনার সর্বোচ্চ স্কোরার বাতিগোল। রয়েছে ১০ গোল।
আর এক গোল করলেই সেই রেকর্ড স্পর্শ করবেন মেসি। ২ গোল করলে গড়বেন নতুন কীর্তি। পারবেন কি মেসি? ছবি - আইএএনএস
- - - - - - - - - Advertisement - - - - - - - - -