Brazil: চুলের রং বদলে ফিরছেন নেমার, কোরিয়ার বিরুদ্ধে অপরাজেয় ব্রাজিল
সোমবার ভারতীয় সময় মধ্যরাত পেরলেই বিশ্বকাপে মহারণ। শেষ ষোলোর ম্যাচে নামছে ব্রাজিল। প্রতিপক্ষ কোরিয়া প্রজাতন্ত্র।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোরিয়া প্রজাতন্ত্রের বিরুদ্ধে এখনও অপরাজিত ব্রাজিল। মোট চারবার দুই দল মুখোমুখি হয়েছে। ব্রাজিল জিতেছে ২ ম্যাচ। ২ ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে।
ব্রাজিলের ম্যাচ ঘিরে কাতারে মানুষের গণউন্মাদনা। মরুদেশ সাম্বার ছন্দে ঝলমল করছে।
শহরের বিভিন্ন জায়গা থেকে স্টেডিয়ামমুখী জনতা। বেশিরভাগেরই পরনে ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সি।
ব্রাজিল তাদের গ্রুপ পর্বে শীর্ষে থেকে খুব সহজেই নক আউটে জায়গা করে নিয়েছিল।
যদিও ক্যামেরুনের বিরুদ্ধে শেষ ম্যাচে তিতের দলকে হারতে হয়েছে।
২০০২ সালে শেষবার সেমিফাইনাল খেলেছিল তারা। এরপর থেকে একবারও নক আউটে পৌঁছেয়নি এই দল। ২০১৪ ও ২০১৮ সালের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল কোরিয়া প্রজাতন্ত্র।
ব্রাজিলের গোটা দলই রয়েছে দুরন্ত ছন্দে। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে হারতে হয়েছে ক্যাসেমিরোদের।
এই ম্যাচে চোট সারিয়ে মাঠে নামছেন নেমার। তাঁকে দেখা যাবে নতুন হেয়ারস্টাইলে।
এই ম্যাচ জিতলে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবেন রিচার্লিসনরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -