T20 World Cup: কাতার বিশ্বকাপে তেকাঠির নিচে যে গোলরক্ষকদের দিকে নজর থাকবে
আসন্ন কাতার বিশ্বকাপে ব্রাজিলের গোলপোস্টের নিচে দেখা যাবে এলিসন বেকারকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appক্লাব ফুটবলে লিভারপুলের জার্সিতে খেলতে দেখা যায় এলিসনকে। গত মরসুমে ক্লাবের জার্সিতে ২০টি ক্লিনশিট রয়েছে এলিসনের ঝুলিতে।
ব্রাজিলের তেকাঠির নিচে দেখা যেতে পারে আরেক তরুণ এডারসন মোরেসকে। ম্যান সিটির এই গোলরক্ষকও ২০টি ক্লিনশিট রেখেছেন তাঁর ঝুলিতে ক্লাবের জার্সিতে গত মরসুমে।
রিয়াল মাদ্রিদের জার্সিতে বেশ স্বপ্রতিভ দেখা যাবে থিবো কুর্তোয়াকে। বেলজিয়ামের তেকাঠির নিচে দেখা যাবে এই তরুণকে।
রবোর্তো মার্টিনেজের দেশের ফুটবল স্কোয়াডে তেকাঠির নিচে বারবার বিশ্বাস জুগিয়ে এসেছেন কুর্তোয়া। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করেছিলেন তিনি।
জার্মানির হয়ে শেষবার হয়ত বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ারকে। একটি বিশ্বকাপও রয়েছে তাঁর ঝুলিতে।
আর্জেন্তিনার জার্সিতে কোপা আমেরিকা জিতেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ।
গত বার রাশিয়া বিশ্বকাপে অধিনায়ক হিসেবে ব্যর্থ হয়েছিলেন দলকে সাফল্য এনে দিতে। এবার নিজের শেষ বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে চাইবেন ন্যুয়ার।
কাতার বসতে চলেছে এবারের ফুটবল বিশ্বকাপ। চলতি মাসের ২১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট।
২০০২ সালে দক্ষিণ কোরিয়া-জাপানে বসেছিল ফুটবল বিশ্বকাপের আসর। এরপর প্রথমবার এশিয়ার মাটিতে বসেছে এই টুর্নামেন্টের আসর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -