FIFA World Cup: কাতারে নজরে থাকবেন এই তারকা ফুটবলাররা
২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের জয়ের পেছনে অবদান ছিল করিম বেঞ্জেমার। ২০২০ ইউরোতেও দুর্দান্ত পারফর্ম করেছিলেন বেঞ্জেমা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোপা আমেরিকা জিতলেও এখনও পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেননি লিওনেল মেসি। কেরিয়ারের শেষ বিশ্বকাপে জ্বলে উঠতে মরিয়া থাকবেন আর্জেন্টাইন সুপারস্টার।
ম্যান সিটির স্তম্ভ। বেলজিয়ামের জার্সিতে দুর্দান্ত পারফর্মার। এই মুহূর্তে বিশ্ব ফুটবলে ১ নম্বর মিডফিল্ডার বললেও কম বলা হবে না কেভিড ডি ব্রুইনকে।
স্পেনের তরুণ মুখ। জাভি, ইনিয়েস্তা পরবর্তী সময়ে স্প্যানিশ আর্মাডার মিডফিল্ডে নজর কাড়লেন পেড্রি।
গ্যারেথ সাউথগেটের দলের প্রধান মুখ। ইউরোতে ইতালির কাছে হারের পর গোটা ইংল্যান্ড দলটি নতুন করে সাজানো হয়েছে।
যুক্তরাষ্ট্র এবার বিশ্বকাপে কতটা ভাল খেলবে তা নিয়ে অনেকেই সন্দিহান। কিন্তু নিঃসন্দেহে মাঠে নজর কাড়বেন চেলসির হয়ে খেলা পুলিশিচ। তিনিই দলকে নেতৃত্ব দেবেন এবার।
ভার্গিল ভ্যান ডিক কােনওদিন বিশ্বকাপে অংশ নেননি। নেদারল্যান্ডসের জার্সিতে এবার খেলতে দেখা যাবে হয়ত তাঁকে। ক্লাব ফুটবলে লিভারপুলের জার্সিতে বেশ নজর কেড়েছেন তিনি।
পিএসজির জার্সিতে খেলছেন ব্রাজিলের ওয়ান্ডারকিড নেমার। যদিও এখন অনেক অভিজ্ঞ তিনি। আসন্ন বিশ্বকাপে তাঁকে ঘিরে অনেক প্রত্যাশাও রয়েছে।
২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের বিশ্বজয়ের অন্যতম কারিগর। দেঁশর দলের অন্যতম সেরা যোদ্ধা। গত ২ বছরে ফরোয়ার্ড লাইনে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছেন এমবাপ্পে।
তালিকায় নিঃসন্দেহে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কাতারেই কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামছেন সি আর সেভেন। আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলের মালিক রোনাল্ডো নিজের শেষ বিশ্বকাপও স্মরণীয় করে রাখতে চাইবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -