FIFA WC: এক নজরে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ গোল করা দেশগুলি
FIFA World Cup: এখনও পর্যন্ত আয়োজিত মোট ২২টি ফুটবল বিশ্বকাপের সর্বোচ্চ গোল করার কৃতিত্ব রয়েছে কোন দেশের দখলে?
বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক গোলদাতা দেশগুলি (ছবি: আইএএনএস)
1/10
একমাত্র দেশ হিসাবে প্রতিটি বিশ্বকাপ খেলার কৃতিত্ব রয়েছে ব্রাজিলের দখলে। রেকর্ড পাঁচটি বিশ্বকাপও জিতেছেন তাঁরা।
2/10
সেলেসাওরাই বিশ্বকাপে সর্বাধিক ২৩৬টি গোল করেছে।
3/10
এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বেই ছিটকে গিয়েছে থোমাস মুলাররা।
4/10
তবে ২৩২ গোল করে ব্রাজিলের পরে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তাঁরাই।
5/10
আরেক লাতিন আমেরিকান দল আর্জেন্তিনা এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
6/10
অবশ্য দ্বিতীয় স্থানে থাকা জার্মানির থেকে লা আলবিসেলেস্তে অনেকটাই পিছনে। মোট ১৪৪টি গোল করেছে মেসির দেশ।
7/10
গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে।
8/10
বিশ্বকাপে তাঁদের মোট গোলসংখ্যা ১২৯।
9/10
এ বারের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারলেও, ইতালি কিন্তু চার বারের বিশ্বচ্যাম্পিয়ন।
10/10
বিশ্বকাপের মঞ্চে ফ্রান্সের থেকে মাত্র এক ১২৮টি গোল রয়েছে আজুরিদের দখলে।
Published at : 08 Dec 2022 03:47 PM (IST)