World Cup: চিনে নিন কাতার বিশ্বকাপের অভিনব ম্যাসকট ‘লা’ইব’কে
২১ নভেম্বর থেকে কাতারে শুরু বিশ্বকাপ ফুটবল। এই প্রতিযোগিতা ঘিরে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা-উন্মাদনা দেখা যাচ্ছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০০২ সালের পর ফের এশিয়া মহাদেশে বসতে চলেছে ফুটবল বিশ্বকাপের আসর। সেবার জাপান ও কোরিয়ায় টুর্নামেন্টের আসর বসেছিল।
কিছুদিন আগেই কাতার ও ফিফা যৌথভাবে বিশ্বকাপের ম্যাসকট প্রকাশ্যে এনেছিল।
এবারের বিশ্বকাপের ম্যাসকটের নাম ‘লা’ইব’। আরবী ভাষায় ‘লা’ইব’ কথার অর্থ হল বিশেষ দক্ষতাসম্পন্ন একজন খেলোয়াড়।
এই প্রথম নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ ফুটবল হচ্ছে। প্রতি চার বছর অন্তর জুন-জুলাই মাসে হয় এই প্রতিযোগিতা। কিন্তু কাতারের আবহাওয়ার কথা মাথায় রেখেই শীতকালে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসির মতো তারকা ফুটবলারদের জন্য কাতার বিশ্বকাপই হয়ত শেষ বিশ্বকাপ হতে চলেছে।
ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘লা’ইব সবাইকে নিজের উপর ভরসা রাখার বিষয়ে উৎসাহ দিচ্ছে। সে সবাইকে ফুটবলের মাধ্যমে আনন্দ দেবে। সে অ্যাডভেঞ্চারপ্রিয়, মজাদার এবং সব বিষয়ে উৎসাহী।’
এই ম্যাসকট মানুষ না অন্য কোনও প্রাণী, সেটা অবশ্য সরকারিভাবে বলা হয়নি। ফলে বিশ্বজুড়ে জল্পনা শুরু হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -