Tarapith : কীভাবে মন্দির প্রতিষ্ঠা তারাপীঠে ?
আজ তারাপীঠে তারা মায়ের আবির্ভাব দিবস! এদিন মূল মন্দির থেকে বিরাম মঞ্চে বের করে আনা হয় মাকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআশ্বিন মাসের শুক্লা চতুর্দশীর এই তিথিতে মন্দির চত্বরে তিল ধারনের জায়গা নেই।
ঘুম ভাঙিয়ে ভোর তিনটে নাগাদ মূল মন্দির থেকে বের করে আনা হন মাকে। স্নানপর্ব মিটতেই সাজানো হয় রাজ-রাজেশ্বরী সাজে!
এরপর বেশ কিছুক্ষণ ধরে চলে মঙ্গল আরতি পর্ব! ভোরের আলো ফুটতেই ধীরে ধীরে মন্দির চত্বরে জমতে শুরু করে ভক্তদের!
রীতি অনুযায়ী মায়ের আজ উপোস! দিনভর তাই ফল-মিষ্টিই খান মা। মহাভোগ তোলা থাকে রাতের জন্য!
দিনভর বিরামমঞ্চে থাকার পর বিকেলে আরতির পর মাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় মূলমন্দিরে। স্নানের পর নবরুপে সাজানো হয় দেবীমূর্তিকে।
লোক শ্রুতি, জনৈক সওদাগর জয় দত্ত স্বপ্নাদেশ পান। শ্বেত শিমুল বৃক্ষের তলায় পঞ্চমুন্ডির আসনের নিচে মায়ের শিলামূর্তি আছে।
শুক্লা চতুর্দশীর এই তিথিতেই সেই মূর্তি উদ্ধার করে মন্দির প্রতিষ্ঠা করেন জয় দত্ত।
তারাপীঠের মা কখনও পুজিতা হন দূর্গা আবার কখনও অন্নপূর্ণা রূপে।
মা তারার মন্দির ও মন্দির-সংলগ্ন শ্মশানক্ষেত্রের জন্য বিখ্যাত এই সিদ্ধপীঠ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -