FIFA World Cup: রক্ষণে ওঁরাই প্রতিরোধ গড়ে তুলবেন কাতারে, তালিকায় কে কে আছেন?
কানাডার ২১ বছরের তরুণ আলফান্সো ডেভিস রয়েছেন এই তালিকায়। ক্লাব ফুটবলে বায়ার্ন মিউলনিখের হয়ে খেলেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআলফান্সো এই মুহূর্তে বিশ্ব ফুটবলে অন্যতম সেরা লেফট ব্য়াক। বেলজিয়াম, ক্রোয়েশিয়া ও মরক্কোর বিরুদ্ধে ম্যাচে কানাডার ডিফেন্সে আলফান্সোর
সেনেগালের সেন্টার ব্যাক কালিদোউ কুলিবালি ৬৪ ম্যাচ খেলেছেন দেশের জার্সিতে।
নাপোলি থেকে চেলসিতে চলতি মরসুমে এসেছেন কুলিবালি। বিশ্বকাপে নেদারল্যান্ডস, ইকুয়েডর, কাতারের সঙ্গে একই গ্রুপে রয়েছে সেনেগাল।
ব্রাজিলের রক্ষণে ২৮ বছরের মারকুইনহােস রয়েছেন এই তালিকায়। পিএসজির এই ডিফেন্ডার এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা।
মারকুইনহােস ব্রাজিলের ডিফেন্স লাইনে রয়েছেন। নেমারদের ডিফেন্সে থিয়াগো সিলভার সঙ্গে জুটি বেঁধে মারকুইনহোস কিন্তু চাপ বাড়াতে পারে ব্রাজিল।
পর্তুগান এবার অনেক শক্তিশালী দল নিয়ে আসছে কাতারে। ডিফেন্সে রয়েছেন রুবেন দিয়াস। ম্যান সিটির জার্সিতে খেলতে দেখা গিয়েছে তাঁকে।
২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে স্কোয়াডে থাকলেও কোনও ম্যাচে নামেননি। এখনও পর্যন্ত দেশের জার্সিতে ৩৯ ম্যাচে খেলেছেন।
নেদারল্যান্ডসের ডিফেন্সের অন্যতম তারকা ভার্জিল ভ্যান ডাইক। ৩১ বছরের এই ডিফেন্ডার লিভারপুলের হয়ে খেলেন।
নেদারল্যান্ডসের জার্সিতে এখনও পর্যন্ত ৩৯টি ম্যাচ খেলেছেন। গ্রুপ এ-তে তুলনামূলক সহজ গ্রুপে রয়েছে নেদারল্য়ান্ডস। তবে গোটা টুর্নামেন্টের ডাচদের সাফল্য নির্ভর করছে এই ফুটবলারের পারফরম্যান্সের ওপর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -