T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের দাবিদার কারা?
অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপের মঞ্চ মাতানো ক্রিকেটারদের মধ্যে সেরা ৯ জনের তালিকা বেছে নিয়েছে আইসিসি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার রয়েছেন এই তালিকায়। ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে একাই
অ্যালেক্স হেলসও ভারের বিরুদ্ধে ওপেনিংয়ে নেমে বাটলারের সঙ্গে অপরাজিত ১৭০ রানের পার্টনারশিপ গড়েছিলেন। ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি।
৬ ম্যাচে ২৩৯ রান করেছেন সূর্যকুমার যাদব। বিশ্বকাপের মঞ্চে তাঁর পারফরম্যান্স থেকেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
জিম্বাবোয়ে শিবিরের ব্যাটিং লাইন আপের একমাত্র স্তম্ভ সিকান্দার রাজা। জিম্বাবোয়ে পাকিস্তানকে যেই ম্যাচে হারিয়ে অঘটন ঘটিয়েছিল, সেই ম্যাচেও নায়ক ছিলেন রাজা।
টি২০ বিশ্বকাপে ৬ ম্যাচে চোখধাঁধানো ৯৮.৬৬ গড়ে ২৯৬ রান করেছেন বিরাট কোহলি। এখনও পর্যন্ত এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারীও তিনি
পাকিস্তানের তারকা অলরাউন্ডার শাদাব খান রয়েছেন তালিকায়। ব্যাটে-বলে কামাল দেখিয়েছেন গোটা ম্যাচে।
ইংল্য়ান্ডের স্যাম কুরান রয়েছেন তালিকায়। বল হাতে মাঝের ওভার গুলো প্রতি ম্যাচে ইংল্যান্ডকে ভরসা জুগিয়েছেন। এছাড়াও লোয়ার অর্ডারে ব্যাট হাতেও জ্বলে উঠেছেন।
তালিকায় অবশ্যই থাকবেন পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদি। বাঁহাতি এই পেসার প্রতি ম্যাচেই নতুন বলে ভয়ঙ্কর হয়ে উঠেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -