FIFA World Cup: বিশ্বকাপে নজরে থাকবেন এই পাঁচ তারকা মিডফিল্ডার
এই বছরের সবথেকে ফর্মে থাকা মিডফিল্ডারদের মধ্যে অন্যতম লেস্টার সিটির জেমস ম্যাডিসন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইংল্যান্ড তারকা এ বছরে ১৮টি গোল ও ১০টি অ্যাসিস্ট প্রদান করেছেন। তাঁর এই দুরন্ত ফর্ম তাঁর দিকে নজর রাখতে বাধ্য করবে।
বয়স মাত্র ১৮ বছর। তাতে কী, এই বয়সেই বিশ্বকাপ মাতাতে তৈরি গাভি।
স্পেন তথা বার্সেলোনার এই টিনএজার এই বছরই ফ্রান্স ফুটবলের বিচারে সেরা তরুণ ফুটবলার নির্বাচিত হয়েছেন। তাই স্বাভাবিক কারণেই তাঁর দিকে নজর থাকবে।
মতান্তরে বর্তমান বিশ্বের সেরা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। ম্যাঞ্চেস্টার সিটির সাম্প্রতিক সময়ের সাফল্যের অন্যতম প্রধান কারণও তিনিই।
ব্যালন ডি'অর তালিকায় এ বছর তৃতীয় স্থানে শেষ করেছিলেন বেলজিয়ান তারকা। এক হাতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি।
বছর দু'য়েক আগেই ব্যালন ডি'অর জিতেছিলেন লুকা মদ্রিচ। বয়স ৩৭ পার করেছে, তবে তাতেও তাঁর দক্ষতায় বিন্দুমাত্র ভাটা পড়েনি।
সম্ভবত তাঁর শেষ বিশ্বকাপে মাঠে নামচে চলেছেন মদ্রিচ। তাই তাঁর দিকে নজর থাকবেই। ক্রোয়েশিয়ার হয়ে নিশ্চয়ই নিজের সেরাটা দিয়েই বিদায় নিতে চাইবেন এই তারকা মিডফিল্ডার।
তালিকায় মদ্রিচের প্রাক্তন রিয়াল সতীর্থ ক্যাসেমিরোও থাকবেন। ব্রাজিল দলের অন্যতম স্তম্ভ তিনি।
নিজের পজিশনে তাঁকে বিশ্বের সেরাদের মধ্যে গণ্য করা হয়। তার ওপর মাঝমাঠ থেকে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ক্যাসেমিরোকে বাকিদের থেকে আলাদা করে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -