FIFA World Cup: বিশ্বকাপে নজরে থাকবেন এই পাঁচ তারকা মিডফিল্ডার

FIFA World Cup 2022: আর মাত্র সপ্তাহখানেকের অপেক্ষা, তারপরেই কাতারে শুরু হতে চলেছে ফিফা ফুটবল বিশ্বকাপের মহারণ। এই বিশ্বকাপের মঞ্চে আলো ছড়াতে পারেন এই মিডফিল্ডাররা।

বিশ্বকাপের মঞ্চ মাতাতে প্রস্তুত এই মিডফিল্ডাররা (ছবি: বেলজিয়াম ফুটবল দলের ট্যুইটার)

1/10
এই বছরের সবথেকে ফর্মে থাকা মিডফিল্ডারদের মধ্যে অন্যতম লেস্টার সিটির জেমস ম্যাডিসন।
2/10
ইংল্যান্ড তারকা এ বছরে ১৮টি গোল ও ১০টি অ্যাসিস্ট প্রদান করেছেন। তাঁর এই দুরন্ত ফর্ম তাঁর দিকে নজর রাখতে বাধ্য করবে।
3/10
বয়স মাত্র ১৮ বছর। তাতে কী, এই বয়সেই বিশ্বকাপ মাতাতে তৈরি গাভি।
4/10
স্পেন তথা বার্সেলোনার এই টিনএজার এই বছরই ফ্রান্স ফুটবলের বিচারে সেরা তরুণ ফুটবলার নির্বাচিত হয়েছেন। তাই স্বাভাবিক কারণেই তাঁর দিকে নজর থাকবে।
5/10
মতান্তরে বর্তমান বিশ্বের সেরা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। ম্যাঞ্চেস্টার সিটির সাম্প্রতিক সময়ের সাফল্যের অন্যতম প্রধান কারণও তিনিই।
6/10
ব্যালন ডি'অর তালিকায় এ বছর তৃতীয় স্থানে শেষ করেছিলেন বেলজিয়ান তারকা। এক হাতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি।
7/10
বছর দু'য়েক আগেই ব্যালন ডি'অর জিতেছিলেন লুকা মদ্রিচ। বয়স ৩৭ পার করেছে, তবে তাতেও তাঁর দক্ষতায় বিন্দুমাত্র ভাটা পড়েনি।
8/10
সম্ভবত তাঁর শেষ বিশ্বকাপে মাঠে নামচে চলেছেন মদ্রিচ। তাই তাঁর দিকে নজর থাকবেই। ক্রোয়েশিয়ার হয়ে নিশ্চয়ই নিজের সেরাটা দিয়েই বিদায় নিতে চাইবেন এই তারকা মিডফিল্ডার।
9/10
তালিকায় মদ্রিচের প্রাক্তন রিয়াল সতীর্থ ক্যাসেমিরোও থাকবেন। ব্রাজিল দলের অন্যতম স্তম্ভ তিনি।
10/10
নিজের পজিশনে তাঁকে বিশ্বের সেরাদের মধ্যে গণ্য করা হয়। তার ওপর মাঝমাঠ থেকে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ক্যাসেমিরোকে বাকিদের থেকে আলাদা করে।
Sponsored Links by Taboola