Hockey WC 2023 Opening Ceremony: আতসবাজির রোশনাই, স্টেজে রণবীর, দিশা, আয়োজিত হল হকি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান
টানা দ্বিতীয়বার ওড়িশায় বসতে চলেছে হকি বিশ্বকাপের আসর। ১৩ তারিখ মূল টুর্নামেন্ট শুরু হলেও, আজই বারাবটি স্টেডিয়ামে আয়োজিত হল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রায় ৫০ হাজার দর্শক এই উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকতে কটকে উপস্থিত হয়েছিলেন।
ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের বক্তব্যের মাধ্যমে এই উদ্বোধন অনুষ্ঠানের সূচনা হয়।
পট্টনায়েক বাদেও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরসহ আন্তর্জাতিক হকি সংস্থার বহু শীর্ষ কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
বলিউড তারকা দিশা পাটনি ও রণবীর সিংহ এই উদ্বোধনী অনুষ্ঠানে নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে উপস্থিত দর্শকদের মনোরঞ্জন করেন।
দিশা, রণবীর বাদেও আন্তর্জাতিক ব্যান্ড ব্ল্যাকসোয়ানও এই অনুষ্ঠানে পারফর্ম করেন। এছাড়া প্রীতমও গান করেন।
তারকাদের পারফরম্যান্সের পাশাপাশি আকাশে আতসবাজির রোশনাও ছিল চোখে পড়ার মতো।
ভুবনেশ্বরের কলিঙ্গা স্টেডিয়াম ও রাউরকেল্লার বীরসা মুণ্ডা স্টেডিয়ামে এ বারের বিশ্বকাপের ম্যাচগুলি আয়োজিত হবে।
পট্টনায়েক ইতিমধ্যেই ঘোষণা করেছেন যদি ভারতীয় দল হকি বিশ্বকাপ জেতে, তবে দলের প্রত্যেক সদস্যকে ১ কোটি টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে। ভারতের প্রথম ম্যাচ স্পেনের বিরুদ্ধে ১৩ তারিখ
- - - - - - - - - Advertisement - - - - - - - - -