Hyundai Ioniq 5: কিং খানের হাতে আওনিক ৫-এর উদ্বোধন, দেখে নিন ছবি
বলিউডের বাদশাহের হাত ধরে হল হুন্ডাই আওনিক-এর লঞ্চ। হুন্ডাইয়ের এই বিশেষ ইলেকট্রিক গাড়ির দিকে নজর রয়েছে সবার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইতিমধ্যেই বিশ্ববাজারে লঞ্চ হয়েছে এই গাড়ি। এই ইলেকট্রিক SUV-র দাম রাখা হয়েছে ৪৪.৯৫ লক্ষ টাকা।
অটো ব্লগারদের মতে, Ioniq 5 স্থানীয়ভাবে এসেম্বল করার জন্য এর দাম অনেকটাই কমতে পারে।
এই বৈদ্যুতিক SUV ই-জিএমপি প্ল্যাটফর্মের পরিকাঠামোর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা Hyundai গ্রুপের প্রায় সব প্রিমিয়াম ইভিতে পাওয়া যায়।
Ioniq 5-এর রেঞ্জ ৬৩১ কিমি, যা ভারতে বিক্রি হওয়া অনেক দামি ইভির থেকে বেশি। এই এসইউভিতে ৭২.৬ কিলোওয়াটের ব্যাটারি প্যাক ও একটি রেয়ার-হুইল ড্রাইভ ও সিঙ্গল মোটর কনফিগারেশন দেওয়া হয়েছে।
স্টাইলিংয়ের ক্ষেত্রে, Ioniq 5 একটি ক্রসওভার আকৃতি পায়। যদিও ক্রসওভার হওয়া সত্ত্বেও একে এসইউভির মধ্য়েই ধরেন ক্রেতারা।
এর দৈর্ঘ্য ৪৬৩৫ এমএম যেখানে ২০-ইঞ্চি প্যারামেট্রিক পিক্সেল ডিজাইন অ্যালয় হুইল ও প্যারামেট্রিক পিক্সেল LED হেডল্যাম্পের দিয়েছে কোম্পানি।
এ ছাড়াও একটি ফ্ল্যাট ফ্লোর, একটি সামনের লাগেজ স্পেস কম্পার্টমেন্ট ও বোস প্রিমিয়াম অডিও সিস্টেম রয়েছে এই গাড়িতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -