Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Chess: ২১০ জন দাবাড়ুকে নিয়ে রাজ্য রাপিড চেস চ্যাম্পিয়নশিপ
শহরে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিন ব্যাপী রাপিড চেস চ্যাম্পিয়নশিপ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসানসাইন চেস অ্যাকাডেমির উদ্যোগে ও গ্লোবাল চেস ফাউন্ডেশন এবং বেঙ্গল চেস অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আয়োজিত এই চ্যাম্পিয়নশিপে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদীয়া, মেদিনীপুর, মালদা ও আলিপুরদুয়ার জেলা থেকে মোট ২১০ জন দাবাড়ু অংশগ্রহণ করেছিলেন।
সিনিয়র, অনূর্ধ্ব সাত, অনূর্ধ্ব নয়, অনূর্ধ্ব এগারো এবং অনূর্ধ্ব তেরো, এই পাঁচটি বিভাগের সফল দাবাড়ুরা সুযোগ পাবেন বাংলার হয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পরিচিত নাম আন্তর্জাতিক মাস্টার সৃজিত পাল এবং ওয়ার্ল্ড ক্যাডেট চ্যাম্পিয়নশিপে দেশের প্রতিনিধিত্ব করা স্নেহা হালদার।
রবিবাসরীয় ফাইনালে অনূর্ধ্ব ৭ বিভাগে নরেন্দ্র কুমার অগ্রবাল চ্যাম্পিয়ন হয়েছে।
অনূর্ধ্ব ৯ বিভাগে পারমনাথ মিত্র চ্যাম্পিয়ন হয়েছে।
অনূর্ধ্ব ১১ বিভাগে চ্যাম্পিয়ন রিশান দেবনাথ।
অনূর্ধ্ব ১৩ বিভাগে অগ্নিম দত্ত চ্যাম্পিয়ন হয়েছে।
ওপেন বিভাগের খেতাব জয় করেন সৃজিত পাল
তাঁর সংগ্রহে ৭.৫ পয়েন্ট।
ওপেন বিভাগের মহিলাদের মধ্যে প্রথম স্থানে স্নেহা হালদার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -