T20 World Cup 2022: বিশ্বকাপের দ্রুততম বলটি করার ক্ষমতা রাখেন এই পাঁচ গতির সওদাগর
গোটা আইপিএল জুড়েই উমরান মালিক ও লকি ফার্গুসনের গতির লড়াইয়ে মজে ছিল ক্রিকেটবিশ্ব। শেষমেশ ১৫৭.৩ কিমি বেগে টুর্নামেন্টের দ্রুততম বলটি করেন লকি ফার্গুসনই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশ্বকাপে উমরান নেই, তবে ফার্গুসন আছেন এবং তিনি অনায়াসেই বিশ্বকাপের দ্রুততম বলটি করে সকলকে ছাপিয়ে যেতেই পারেন।
সম্প্রতি পাকিস্তান-ইংল্যান্ড সিরিজে রিস টপলের বিরুদ্ধে ১৫৬ কিমির গতিতে বল করেছিলেন হ্যারিস রউফ।
পাক তারকার বোলিংয়ে গতির কোনও কমতি নেই। তিনি বিশ্বকাপের দ্রুততম বলটি করার যোগ্য দাবিদার।
চোটের জেরে অনেকদিন মাঠের বাইরেই কাটাতে হয়েছে ইংল্যান্ডের তারকা বোলার মার্ক উডকে। তবে সদ্য চোট সারিয়ে ফিরেই ফের নিজের গতির পরিচয় দিয়েছেন উড।
সম্প্রতি পাকিস্তান সিরিজেই তিনি ১৫৬ কিমির অধিক গতিতে বল করেছেন।
১৫০ কিমি প্রতি ঘণ্টায় বল করতে অভ্যস্ত এনরিক নোখিয়া টুর্নামেন্টের দ্রুততম বলটি করতেই পারেন।১৫০ কিমি প্রতি ঘণ্টায় বল করতে অভ্যস্ত নোখিয়া টুর্নামেন্টের দ্রুততম বলটি করতেই পারেন।
আইপিএলেও ১৫৬.২২ কিমিতে বল করার কৃতিত্ব রয়েছে এই প্রোটিয়া ফাস্ট বোলারের দখলে।
আন্তর্জাতিক ক্রিকেটে ১৬০.৪ কিমি বেগে সর্বকালের অন্যতম দ্রুততম বলটি করেছেন মিচেল স্টার্ক।
নিরন্তর ১৪৫-র অধিক গতিতে বল করার ক্ষমতা রাখেন অজি ফাস্ট বোলার। তাই তাঁকে এই তালিকায় রাখতেই হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -