T20 World Cup 2022: টি-টোয়েন্টি বিশ্বকাপে নজরে থাকবেন এই ১০ ক্রিকেটার
টি-টোয়েন্টি ফর্ম্যাটে বোলারদের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রশিদ খান। বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্যেও নাম রয়েছে আফগানিস্তানের তারকা ক্রিকেটারের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅস্ট্রেলিয়ার তারকা পেসার জশ হ্যাজেলউড। যশপ্রীত বুমরা ও জোফ্রা আর্চার চোটের জন্য টুর্নামেন্টে থাকছেন না। তার ফলে হ্যাজেলউডের দিকেই নজর থাকবে।
আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে বিধ্বংসী মেজাজে দেখা গিয়েছে। ইংল্য়ান্ডের নেতৃত্বভারও রয়েছে বাটলারের কাঁধে।
শ্রীলঙ্কার তারকা লেগস্পিনার। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন হাসারাঙ্গা।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান স্কোরার ছিলেন ডেভিড ওয়ার্নার।
সিএসকের জার্সিতে দেখা গিয়েছে ডেভন কনওয়েকে। নিউজিল্যান্ডের এই তরুণ ওপেনারের দিকেও নজর থাকবে।
টি-টোয়েন্টি ক্রমতালিকায় ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সূর্যকুমার যাদব। তাঁর দিকে নজর থাকবে।
মহম্মজ রিজওয়ান এই মুহূর্তে ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টি ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন। দুরন্ত ফর্মে রয়েছেন তিনি।
ভারতীয় ক্রিকেট প্রেমীদের খুশির খবর। বিরাট কোহলির ফর্মে ফেরা। এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।
তালিকায় অবশ্যই থাকবেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বাবর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -