T20 World Cup: বিশ্বকাপের মঞ্চে হ্যাটট্রিক করার কৃতিত্ব রয়েছে এই বোলারদের দখলে
T20 WC: এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে মাত্র পাঁচ বোলারই হ্যাটট্রিক করেছে। এই তালিকায় কি কোনও ভারতীয় আছেন?
বিশ্বকাপের মঞ্চে হ্যাটট্রিক নিয়েছেন এই বোলাররা (ছবি আইসিসি ট্যুইটার)
1/10
একদা বিশ্বের সবথেকে জোরে বোলার মনে করা হত ব্রেট লিকে। তিনিই টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বপ্রথম হ্যাটট্রিক করেন।
2/10
তিনিই ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম হ্যাটট্রিক করেছিলেন।
3/10
বিশ্বকাপের মঞ্চে এরপরের হ্যাটট্রিক দেখার জন্য অপেক্ষা করতে হয় ১৪ বছর। আয়ার্ল্যান্ডের উঠতি তারকা কার্টিস ক্যাম্ফার হ্যাটট্রিক করেন।
4/10
ক্যাম্ফার শুধু হ্যাটট্রিক করেই থামেননি, তিনি চার বলে চার উইকেট নিয়েছিলেন নেদারল্যান্ডসের বিরুদ্ধে।
5/10
গত বারের বিশ্বকাপে এক, দুই নয়, তিন তিনটে হ্যাটট্রিক হয়। হাসারাঙ্গা গত বছরের বিশ্বকাপের দ্বিতীয় হ্যাটট্রিক করেন।
6/10
শারজার ময়দানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন শ্রীলঙ্কার তারকা বোলার।
7/10
ওই একই মাঠে হ্যাটট্রিক করেন দক্ষিণ আফ্রিকার তারকা ফাস্ট বোলার কাগিসো রাবাডাও।
8/10
তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন। তাঁর শিকার হয়েছিলেন ওকস, মর্গ্যান ও জর্ডন।
9/10
এ বছরের বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক নেওয়ার কৃতিত্ব আমিরশাহির কার্তিক মেয়াপ্পনের দখলে।
10/10
আদপে চেন্নাইয়ের ছেলে মেয়াপ্পন শ্রীলঙ্কার বিরুদ্ধে হ্যাটট্রিক করেন। তবে দলকে
Published at : 24 Oct 2022 12:21 AM (IST)