India's Uncapped Stars: ঘরোয়া ক্রিকেটে দাপট, ভারতের হয়ে শ্রীঘ্রই অভিষেক ঘটাতে পারেন এই পাঁচ তারকা
ইডেনে আরসিবির জার্সি গায়ে নক আউটে শতরান করে প্রথমে নজরে এসেছিলেন, তারপর থেকেই রজত পতিদারের উত্থান অব্যাহত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমধ্যপ্রদেশের হয়ে এই রঞ্জি মরসুমে ৬৫৮ রান করে দলকে খেতাব জিততে সাহায্য করেন পতিদার। ভারতীয় 'এ'- দলের হয়েও অভিষেকেই শতরান করেছেন পতিদার।
বর্তমানে সম্ভবত ভারতীয় ঘরোয়া ক্রিকেটের সবথেকে ইনফর্ম ব্যাটার হলেন মুম্বইয়ের সরফরাজ খান। রঞ্জি ট্রফিতে সর্বাধিক ৯৮২ রান করেছেন সরফরাজ।
দলীপ ট্রফির ফাইনালেও শতরান হাঁকান মুম্বইয়ের তারকা ব্যাটার। তিনি শীঘ্রই ভারতীয় দলে ডাক পেলে কেউই বিস্মিত হবেন না।
সরফরাজের তরুণ মুম্বই সতীর্থ জশস্বী জয়সবালও কিন্তু দারুণ ফর্মে রয়েছেন। গুরুত্বপূর্ণ ম্যাচে বড় রান করার সুঅভ্যেস রয়েছে তাঁর।
দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনালে ও ফাইনালে দ্বিশতরান করেছেন জশস্বী। তাঁর ব্যাটে ভর করেই দলীপ ট্রফির ফাইনাল জেতে পশ্চিমাঞ্চল।
মধ্যপ্রদেশেরই রঞ্জি জয়ী আরেক তারকা হলেন কুমার কার্তিকেয়া। তিনি এ বারের রঞ্জি মরসুমে দ্বিতীয় সর্বোচ্চ ৩২টি উইকেট নিয়েছেন
ইতিমধ্যেই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলেও খেলা হয়ে গিয়েছে কার্তিকেয়ার।
বাকি সব খেলোয়াড়রা ভারতীয় দলে ডাক না পেলেও চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজে দলে ডাক পেয়েছেন বাংলার শাহবাজ। তবে তিনি এখনও আন্তর্জাতিক অভিষেক ঘটাননি।
আইপিএলে আরসিবির হয়ে শাহবাজ প্রভাবিত তো করেছেনই। পাশাপাশি রঞ্জি মরসুমটা বেশ ভাল কেটেছে তাঁর। তিনি রঞ্জিতে পাঁচ ম্যাচে ৪৮২ রান করার পাশাপাশি ২০টি উইকেটও নিয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -