Mohun Bagan Day: পতাকা উত্তোলন, মাল্যদান, মোহনবাগান দিবস পালন উত্তরপাড়া-বালি-কোন্নগর মেরিনার্স ফোরামের
আজ ২৯ শে জুলাই মোহনবাগান দিবস উপলক্ষ্যে উত্তরপাড়া-বালি-কোন্নগর মেরিনার্স ফোরাম - এর পক্ষ থেকে অমর_একাদশের অন্যতম সদস্য শ্রদ্ধেয় শ্রী মনমোহন মুখার্জীর মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের কিছু বিশেষ মুহূর্ত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপাড়া-কোতরং পুরসভার চেয়ারম্যান শ্রী দিলীপ যাদব মহাশয়, প্রাক্তন ফুটবলার সুদীপ চক্রবর্তী।
উপস্থিত ছিলেন আরও মোহনবাগান দলের সহকারী কোচ শ্রী বাস্তব রায়, শ্রদ্ধেয় মনমোহন মুখার্জীর পৌত্র শ্রী নিখিল মুখার্জী, পুরসভার কাউন্সিলর শ্রী সুব্রত মুখার্জী মহাশয়, শ্রী উৎপলাদিত্য ব্যানার্জী মহাশয়।
উত্তরপাড়া-বালি-কোন্নগর -এর বহু মোহনবাগান সদস্য ও সমর্থকেরা। সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে পরিচালনা করেন মোহনবাগান ক্লাবের সাব-কমিটির সদস্য তথা উত্তরপাড়া-বালি-কোন্নগর মেরিনার্স ফোরামের সেক্রেটারি শ্রী সৌম্যক দাসও প্রেসিডেন্ট জয়জিৎ মুখার্জী ।
প্রতি বছরই এই বিশেষ দিনটি ধুমধাম করে পালন করা হয়। ক্লাবের পতাকা উত্তোলন করা হয়।
১৯১১ সালে এই ঐতিহাসিক দিনেই আইএফএ শিল্ডে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে ২-১ গোলে হারিয়ে দিয়েছিল খালি পায়ে খেলা ১১ দামাল বাঙালি। সেই দিনটিই মোহনবাগান প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয়।
শিবদাস ভাদুরীর নেতৃত্বে সেদিন বুট পরা ব্রিটিশদের বিরুদ্ধে খালি পায়ে খেলেছিলেন। জয় ছিনিয়ে নিয়েছিলেন। ১৯৮৯ সালে ক্লাবের প্রতিষ্ঠা-শতবর্ষ উপলক্ষে ভারত সরকার ১৯১১ সালের এই জয়ের একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছিল।
এবার মহরম পড়েছে বলে মোহনবাগানের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ২ দিন ধরে করা হচ্ছে। মূল অনুষ্ঠানটি হবে আগামীকাল ৩০ জুলাই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -