Argentina Copa Champion: ফাইনালে মুখ থুবড়ে পড়ল ২৮ ম্যাচে অপরাজিত কলম্বিয়া, অভিনব বিশ্বরেকর্ড মেসির
টানা ২৮ ম্যাচ অপরাজিত থেকে কোপা আমেরিকার ফাইনালে নেমেছিল কলম্বিয়া। হামিজ় রদ্রিগেজ়দের সেই স্বপ্নের দৌড় থেমে গেল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হল আর্জেন্তিনা। ভেঙে গেল উরুগুয়ের রেকর্ড।
উরুগুয়ে মোট ১৫ বার কোপা চ্যাম্পিয়ন হয়েছে। আর্জেন্তিনা ১৬তম খেতাব জিতে নিল।
২০২১ সাল থেকে এটা আর্জেন্তিনার টানা চতুর্থ ট্রফি। দুবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ফাইনালিসিমা ও বিশ্বকাপও জিতেছে নীল-সাদা শিবির।
একটি বিশ্বরেকর্ড গড়লেন লিওনেল মেসি। ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি জিতলেন।
৪৫টি ট্রফি হয়ে গেল মেসির। ব্রাজিলের দানি আলভেজ ফুটবল মাঠে ৪৪টি ট্রফি জিতেছেন। তাঁকে পেরিয়ে গেলেন মেসি।
পাঁচ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার হয়েছেন লউতারো মার্তিনেজ়। ফাইনালের একমাত্র গোলটিও তাঁর। পেলেন গোল্ডেন বুট।
পাঁচ ম্যাচে কোনও গোল হজম করেননি এমিলিয়ানো মার্তিনেজ়। তিনি সেরা গোলকিপার হয়ে জিতে নিলেন গোল্ডেন গ্লাভস।
এই ম্যাচ খেলেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন অ্যাঙ্খেল দি মারিয়া। যদিও মেসি জানিয়েছেন, সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য তিনি নিজে কথা বলেছেন দি মারিয়ার সঙ্গে।
ম্য়াচের ৬৫ মিনিটে মেসি চোট পেয়ে মাঠ ছাড়লেও মার্তিনেজ়ের গোলে উৎসব আর্জেন্তিনার। ছবি - কনমেবল ও আর্জেন্তিনা ফুটবল সংস্থার ফেসবুক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -