Fifa World Cup: মেসি মেসি শব্দব্রহ্ম, লুসেইল স্টেডিয়ামের বাইরে প্রহর গুনছেন নীল সাদা ফুটবলপ্রেমীরা
কাতার বিশ্বকাপে আজ সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ বোধহয় হতে চলেছে গভীর রাতে। মুখোমুখি হতে চলেছে আর্জেন্তিনা বনাম মেক্সিকো।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশ্বকাপে নিজেদের প্রথম ম্য়াচে আর্জেন্তিনা হেরে গিয়েছিল সৌদি আরবের বিরুদ্ধে। সেই ম্য়াচে ২-১ গোলে হেরে গিয়েছিল নীল সাদা বাহিনী।
লুসেইল স্টেডিয়ামে আজ ভারতীয় সময় রাত ১২.৩০ এ মেক্সিকোর বিরুদ্ধে খেলতে নামবে আর্জেন্তিনা।
এই ম্যাচ আর্জেন্তিনার কাছে রীতিমতো ডু অর ডাই ম্যাচ। লুসেইল স্টেডিয়ামের বাইরে আর্জেন্তিনা সমর্থকদের উন্মাদনার ছবি ধরা পড়েছে এবিপি আনন্দের ক্য়ামেরায়।
নীস সাদা পতাকা নিয়ে প্রত্যেকেই স্টেডিয়ামের বাইরে ভিড় বাড়িয়েছে। চলছে ক্রমাগত মেসি মেসি শব্দব্রহ্ম।
সৌদির বিরুদ্ধে হেরে আলবেসিলেস্তের ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙে গিয়েছে। আজ মেক্সিকোর বিরুদ্ধে তাই কার্যত মরণ-বাঁচন ম্যাচে মাঠে নামছেন মেসিরা।
মেক্সিকোর বিরুদ্ধে যদি আর্জেন্তিনা নিজেদের ম্যাচ ড্র করে, তাহলে তাদের সংগ্রহে থাকবে এক পয়েন্ট। অপরদিকে, মেক্সিকোর পয়েন্ট হবে দুই। এমন অবস্থায় ইরান-পোল্যান্ড ম্যাচও যাতে ড্র হয়, তা মনেপ্রাণে চাইবেন আর্জেন্তাইন সমর্থকরা।
সেক্ষেত্রে গ্রুপে চার পয়েন্ট নিয়ে এক নম্বরে থাকবে সৌদি, দুই ও তিন পোল্যান্ড ও মেক্সিকো (দুই পয়েন্ট, গোল পার্থক্য ০) এবং সবার শেষে আর্জেন্তিনা (এক পয়েন্ট, গোল পার্থক্য -১)।
সেক্ষেত্রে পোল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে আর্জেন্তিনাকে জিততেই হবে। পাশাপাশি আর্জেন্তিনা আশা করবে যাতে সৌদি আরব মেক্সিকোকে হারাতে পারে।
সেক্ষেত্রে আর্জেন্তিনা পরের রাউন্ডে পৌঁছে যাবে। অন্যথা হলে ২০০২ সালের পর প্রথমবার গ্রুপ পর্ব থেকেই আর্জেন্তিনার বিদায়ের প্রবল সম্ভাবনা রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -