অ্যাপেল স্টোর এবং গুগল প্লে স্টোরে ট্যুইটার নিষিদ্ধ হলে নিজেই ফোন তৈরি করবেন ইলন মাস্ক!
ট্যুইটারের (Twitter) দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক চমক দিয়ে চলেছেন ইলন মাস্ক (Elon Musk)। এবার রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতিনি জানিয়েছেন যে, যদি অ্যাপেল স্টোর (Apple Store) এবং গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে ট্যুইটার অ্যাপ সরিয়ে দেওয়া হয় তাহলে তিনি নিজেই বিকল্প স্মার্ট ফোন তৈরি করবেন।
ইলন মাস্কের এই হুঁশিয়ারির পর একটা প্রশ্ন উঠছে অনেকের মনে, তাহলে কি অ্যাপেল স্টোর এবং গুগল প্লে স্টোর থেকে নিষিদ্ধ হতে চলেছে ট্যুইটার অ্যাপ?
টেক বিশেষজ্ঞদের একাংশের মতে এমনটা অসম্ভব নয়। এ জাতীয় কড়া সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বরাবরই যথেষ্ট কঠোর হয়েছে অ্যাপেল এবং গুগল কর্তৃপক্ষ।
যদি তাদের গাইডলাইন অর্থাৎ নিয়মনীতি মানা না হয় তাহলে অ্যাপেল স্টোর এবং গুগল প্লে স্টোর থেকে ট্যুইটার অ্যাপ সরিয়ে দেওয়া হতে পারে। যদিও এ ব্যাপারে নিশ্চিত ভাবে কিছুই প্রকাশ্যে আসেনি। এর পাশাপাশি ইলন মাস্ক কী ফোন লঞ্চের পরিকল্পনা করছেন সে ব্যাপারেও স্পষ্ট ভাব কিছু জানা যায়নি।
ডিসেম্বরের ২ তারিখ লঞ্চ হতে চলেছে ট্যুইটারের ব্লু টিক প্রিমিয়াম সাবস্ক্রিপশন (Twitter Blue Premium Subscription)। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের নতুন মালিক ইলন মাস্ক (Elon Musk) ট্যুইট করে একথা ঘোষণা করেছেন।
সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন যে ট্যুইটার ব্লু আসতে চলেছে গোল্ড, গ্রে এবং ব্লু চেক মার্ক সমেত। গোল্ড চেক মার্ক দেওয়া হবে বিভিন্ন কোম্পানির জন্য।
গ্রে চেক মার্ক থাকবে সরকারি অ্যাকাউন্টের ক্ষেত্রে। আর ব্লু চেক মার্ক থাকবে সাধারণ ইউজারদের জন্য। সেই দলে তারকাও থাকতে পারেন। এইসব চেক মার্ক অ্যাক্টিভেট হওয়ার আগে সমস্ত ভেরিফায়েড অ্যাকাউন্টকে ম্যানুয়ালি অথেনটিকেটেড করা হবে।
প্রতি মাসে ৮ ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ৬৫০ টাকা) বিনিময়ে ট্যুইটারের ব্লু প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে পারবেন। ভারতে কবে ট্যুইটারের এই সার্ভিস চালু হবে এবং তার খরচ কত, নিশ্চিত ভাবে সেকথা জানা যায়নি।
সম্প্রতি ইলন মাস্ক জানিয়েছেন যে ট্যুইটার থেকে আর কর্মী ছাঁটাই করা হবে না। বরং নতুন করে কর্মী নিয়োগ করা হবে ইঞ্জিনিয়ারিং এবং সেলস বিভাগে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -