Copa America 2024: মেসিদের সমর্থনে আর্জেন্তিনার জার্সি পরে স্টেডিয়ামে দুই বাঙালি অভিনেত্রী
তাঁরা দুজনই বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী। মেহেজাবিন চৌধুরী ও তসনিয়া ফারিন। অভিনয় জগতের মানুষ হলেও ফুটবল অন্ত প্রাণ দুজনই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর ফুটবল মানেই দুই অভিনেত্রীর কাছে আর্জেন্তিনা। লিওনেল মেসির অন্ধ ভক্ত দুই নায়িকা।
বুধবার ভারতীয় সময় সকাল সাড়ে ছ'টায় কোপা আমেরিকার গ্রুপ পর্বে চিলির মুখোমুখি হয়েছিল মেসির আর্জেন্তিনা।
নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে সেই ম্যাচ দেখতে হাজির হয়ে গিয়েছিলেনলেন দুই অভিনেত্রী। পরনে আর্জেন্তিনার নীল-সাদা জার্সি।
খেলা দেখতে দুই নায়িকা অনেক আগে স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিলেন। তসনিয়া ফারিন সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি দিয়ে লিখলেন, 'মেসির জন্য যত আগেই আসি না কেন, সেটা মোটেও তাড়াতাড়ি নয়।'
ম্যাচ শুরুর আগেই নিজের এক ঝাঁক ছবি পোস্ট করেন মেহেজাবিন। সঙ্গে প্রশ্ন করেন, 'আজকের ম্যাচ কে জিতবে বলে মনে হচ্ছে?'
গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ জিতে প্রথম দল হিসাবে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্তিনা।
চিলির বিরুদ্ধে দাপট দেখালেও ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছিল গোলশূন্যভাবে।
দ্বিতীয়ার্ধে ৮৮ মিনিটের মাথায় মেসির কর্নার কিক থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন পরিবর্ত হিসাবে মাঠে নামা লউতারো মার্তিনেজ়।
আর্জেন্তিনার জয়ের আনন্দে গা ভাসালেন ফারিন ও মেহেজাবিন, দুই অভিনেত্রীই। ছবি - তসনিয়া ও মেহেজাবিনের ফেসবুক থেকে নেওয়া
- - - - - - - - - Advertisement - - - - - - - - -