Cristiano Ronaldo: বয়স ৪০ ছুঁই ছুঁই, তাও রেকর্ড গড়ার পালা অব্যাহত, নতুন ইতিহাস গড়লেন রোনাল্ডো
বয়স ৪০ ছুঁই ছুই। অনেকেই তাঁর দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু তাঁর ক্ষিপ্রতা যে এতটুকুও কমেনি, তা আবারও প্রমাণ করে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসৌদির প্রো লিগে ইতিহাস গড়লেন পর্তুগিজ মহাতারকা।
সৌদি লিগের শেষ ম্যাচে আল ইত্তিহাদের বিরুদ্ধে আল নাসরের হয়ে জোড়া গোল করেন রোনাল্ডো। ৪-২ এ ম্যাচ জিতে নেয় তাঁর দল আল নাসর।
ম্যাচে জোড়া গোল করলেন রোনাল্ডো। আর এই জোড়া গোলের সুবাদেই নতুন ইতিহাস গড়লেন তিনি।
চোখধাঁধানো ৩৫টি গোল করে প্রো লিগ মরশুম শেষ করলেন রোনাল্ডো। এটি মরুদেশের লিগে এক মরশুমে কোনও খেলোয়াড়ের করা সর্বকালের সর্বোচ্চ গোল।
আব্দেরজ্জাক হামদাল্লা বছর পাঁচেক আগে এক মরশুমে ৩৪টি গোল করেছিলেন। সেই রেকর্ড ভেঙে ফেললেন রোনাল্ডো।
তারপরেই নিজের সোশ্যাল মিডিয়ায় সদর্পে ঘোষণা তাঁর,'আমি রেকর্ড ধাওয়া করি, রেকর্ড আমায় অনুসরণ করে।'
তবে তা সত্ত্বেও দলকে খেতাব জেতাতে পারলেন না 'সিআর৭'। লিগ তালিকায় দ্বিতীয় স্থানেই শেষ করল আল নাসর।
অপরাজিত থেকে সৌদি প্রো লিগ জিতল নেমারের আল হিলাল।
আল হিলালের থেকে বেশ অনেকটাই, ১৪ পয়েন্ট কম নিয়ে রানার্স আপ হলেন রোনাল্ডোরা। তবে রোনাল্ডো প্রো লিগে সর্বোচ্চ গোলদাতা হয়ে আরও এক ইতিহাস গড়লেন। তিনিই প্রথম খেলোয়াড় হিসাবে লা লিগা, প্রিমিয়ার লিগ, সিরি আ এবং প্রো লিগ, মোট চারটি ভিন্ন লিগের সর্বোচ্চ গোলদাতা হলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -