Best Tablets: দাম ১৫ হাজারের মধ্যেই, দুরন্ত ফিচার্সে ঠাসা এই ৩ সেরা ট্যাবলেট দেখেছেন ?
ছোট্ট ফোনের স্ক্রিনে ওয়েব সিরিজ, সিনেমা দেখে দেখে ক্লান্ত হয়ে পড়েছেন ? এবার তবে আপনার দরকার একটা দুর্দান্ত ট্যাবলেট। ছবি- Honor.com
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআমাজন, ফ্লিপকার্টে নো কস্ট ইএমআইতে মাসে মাত্র ১০০০ টাকা দিলেই পেয়ে যাবেন সেরা ৩ ট্যাবলেট। দারুণ সব ফিচার্সে ঠাসা এই ট্যাবলেটগুলি। ছবি- Honor.com
১৫ হাজার টাকার মধ্যেই এই ট্যাবলেটগুলির তালিকায় প্রথমেই রয়েছে Honor Pad X9। ১১.৫ ইঞ্চির 2K ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর, ৪ জিবি র্যাম, ১২৮ জিবি স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে এই ট্যাবলেটে। ছবি- Honor.com
অ্যান্ড্রয়েড ১৩-তে চলবে অনারের এই ট্যাবলেট যা আমাজনে আপনি ১৪,৯৯৯ টাকাতেই পেয়ে যাবেন। মাসিক নো কস্ট ইএমআইতে নিলে খরচ পড়বে ৭২৭ টাকা। ছবি- Honor.com
এরপরে তালিকায় আছে দ্বিতীয় সেরা ট্যাবলেটের নাম Motorola Tab G70। এতে আবার ১১ ইঞ্চির ডিসপ্লে, ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ রয়েছে। ছবি- motorola.com
এতে রয়েছে মিডিয়াটেকের হেলিও প্রসেসর, ডলবি অ্যাটমোস সহ ৪টে স্পিকার সহ এই ট্যাবলেট বাজারে এসেছে। ছবি- motorola.com
আমাজনে এই ট্যাবলেটটি নিতে চাইলে আপনার খরচ পড়বে ১৩,৯৯৯ টাকা এবং ইএমআইতে মাসে মাসে দিতে হবে ৬৭৯ টাকা। ছবি- motorola.com
এই তালিকায় সবার শেষে আছে লেনোভোর নাম। Lenovo M10 ট্যাবটি ১০.১ ইঞ্চির ডিসপ্লে, ৫১০০ এমএএইচ ব্যাটারি, ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, ইউনিসকের প্রসেসর থাকবে এতে। ছবি- Lenovo.com
মাত্র ১০ হাজার ৯৯০ টাকা দিলেই এই ট্যাবটি আপনার ঘরে চলে আসবে। ইএমআইতে নিতে চাইলে মাসিক খরচ পড়বে ৫৩৩ টাকা। ছবি- Lenovo.com
এই সমস্ত ট্যাবলেটগুলি আপনি চাইলে আরও সস্তায় পেতে পারেন যদি আপনি বর্তমান কোনও ব্র্যান্ডের ট্যাবলেটের সঙ্গে এক্সচেঞ্জ করেন। সেক্ষেত্রে আরও সস্তা হয়ে যাবে এর দাম। ছবি- Lenovo.com
- - - - - - - - - Advertisement - - - - - - - - -