Cristiano Ronaldo: ভুরি ভুরি রেকর্ড, চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডোকে বিশেষ পুরস্কার দিচ্ছে উয়েফা
আজ মোনাকোয় বসতে চলেছে চ্যাম্পিয়ন্স লিগ। প্রথমবার ৩৬টি দলের চ্যাম্পিয়ন্স লিগ আয়োজিত হতে চলেছে এই মরশুমে। সেই ড্রয়ের মাঝেই এক বিশেষ পুরস্কার পেতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appক্লাব ফুটবলে তিনি ইউরোপ ছেড়েছেন ২০২৩ সালে। তবে ইউরোপিয়ান প্রতিযোগিতায় একগুচ্ছ রেকর্ড তাঁর নামেই। সেই কৃতিত্বের জন্যই পর্তুগিজ মহাতারকাকে সম্মানিত করা হচ্ছে।
উয়েফা প্রতিযোগিতার সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে বিশেষ সম্মানে সম্মানিত করার কথা ঘোষণা করা হয় উয়েফা সভাপতি অ্যালেকজান্ডার সেফারিনের তরফে।
টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়ে সেফারিন বলেন, 'চ্যাম্পিয়ন্স লিগ জগতের উজ্জ্বলতম নক্ষত্রদের অন্যতম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ওর গোলের সংখ্যা পার করা মুখের কথা নয়। আমাদের পরবর্তী প্রজন্মর জন্য তা কড়া চ্যালেঞ্জ। দীর্ঘদিন ধরে ওঁর শীর্ষে থাকাটা দলগত এবং ব্যক্তিগতভাবে জয়ের জন্য ওঁ কতটা সচেষ্ট তার পরিচয়বাহক। দুই দশক ধরে ওঁ সমান উচ্ছ্বাসে গোল করেছে, আনন্দে ভেসেছে। যে কোনও ফুটবলারের কাছে ওঁ একজন আদর্শ।'
১৮৩টি চ্যাম্পিয়ন্স লিগ মূলপর্বের ম্যাচে রোনাল্ডো মোট ১৪০টি গোল করে টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। আটবার চ্যাম্পিয়ন্স লিগ হ্যাটট্রিক করেছেন তিনি।
১৮ বছরেরও অধিক সময় ধরে চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করে রোনাল্ডো বাকি সব খেলোয়াড়ের থেকে বেশি, মোট সাতবার টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসাবে মরশুম শেষ করেছেন।
২০১৩-১৪ মরশুমে রোনাল্ডোর করা ১৭ গোল এক মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে কোনও খেলোয়াড়ের করা সর্বকালের সর্বোচ্চ গোল।
এখনও পর্যন্ত তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করার কৃতিত্ব কেবল রোনাল্ডোরই রয়েছে।
চ্যাম্পিয়ন্স লিগে নাগাড়ে ১১টি ম্যাচে গোল করার কৃতিত্বও রয়েছে রোনাল্ডোর। আর কারুর দখলে এই রেকর্ড নেই।
এছাড়াও রোনাল্ডো প্রথম ফুটবলার হিসাবে পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কৃতিত্ব গড়েন। তিনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে একবার ও রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচবার ক্লাব ফুটবলে ইউরোপ সেরা হন। এই দুরন্ত কেরিয়ারের জন্য এবার সম্মানিত হচ্ছেন 'সিআর৭'। ছবি-রোনাল্ডোর ফেসবুক/পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -