Durand Cup Derby: ম্যাচ পরিত্যক্ত, ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল ও মোহনবাগান
বাতিল করে দেওয়া হল চলতি ডুরান্ড কাপে গ্রুপ পর্বের কলকাতা ডার্বি। বাংলার ফুটবলের ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ হওয়ার কথা ছিল রবিবার সন্ধ্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু শনিবার দুপুরে ডুরান্ড কাপ আয়োজক কমিটি তা বাতিল করে দেয়। এই ম্যাচে পয়েন্ট ভাগ হয়ে যাওয়ায় দুই দলই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল।
তিন ম্যাচে সাত পয়েন্ট করে পেয়ে গ্রুপ ‘এ’-র প্রথম দুই স্থানে রয়েছে কলকাতার দুই দল।
তবে গোলপার্থক্যে এগিয়ে রয়েছে মোহনবাগান। তাদের গোলপার্থক্য যেখানে ৭, সেখানে ইস্টবেঙ্গলের গোলপার্থক্য ৪। ফলে গ্রুপ শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠল মোহনবাগান।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ছ’টি গ্রুপের শীর্ষে থাকা দলগুলি কোয়ার্টার ফাইনালে উঠেছে। দ্বিতীয় স্থানাধিকারী দলগুলির মধ্যে সেরা দু’টি দলেরও শেষ আটে যাওয়ার কথা।
গ্রুপ ‘এফ’ থেকে তিন ম্যাচে সাত পয়েন্ট ও ৬ গোলপার্থক্য নিয়ে আগেই শেষ আটে পৌঁছে গিয়েছিল পাঞ্জাব এফসি। গ্রুপ ‘এ’ থেকে সাত পয়েন্ট ও ৪ গোল পার্থক্য নিয়ে নক আউট পর্বে জায়গা করে নিল ইস্টবেঙ্গলও।
দ্বিতীয় স্থানাধিকারী দলগুলির মধ্যে এফসি গোয়াও সাত পয়েন্ট অর্জন করে। কিন্তু শনিবার তারা শিলং লাজং এফসি-র বিরুদ্ধে ১-১ ড্র করায় তাদের গোলপার্থক্য ২ রয়ে যায়। ফলে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।
বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি, ভারতীয় সেনাবাহিনী, নর্থইস্ট ইউনাইটেড এফসি এবং পাঞ্জাব এফসি শেষ আটে পৌঁছে গিয়েছিল এর আগেই।
গ্রুপ ‘এ’ এবং গ্রুপ ‘এফ’-এর ফয়সালা হওয়া বাকি ছিল। শনিবারের ম্যাচের পর বাকি তিনটি শূন্যস্থানও পূরণ হয়ে গেল।
পুলিশ নিরাপত্তা দিতে পারবে না বলে ডুরান্ড কাপে (Durand Cup) রবিবাসরীয় ডার্বি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ডুরান্ড কাপের আয়োজক কমিটি জানিয়েছে, দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হবে। তথ্যসূত্র: আইএসএল মিডিয়া (ছবি - পিটিআই)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -