Safeguarding Tattoos: রং ফিকে হবে না এতটুকু, ট্যাটু থাকবে নতুনের মতো, এই উপায়ে...
সময়ের সঙ্গে ট্যাটু করানোর ঝোঁক বেড়েছে অল্পবয়সি ছেলেমেয়েদের মধ্যে। মনের মানুষের নাম হোক বা পছন্দের কোনও উক্তি, অথবা বিশেষ কোনও নকশা, চিরকালের জন্য শরীরে রেখে দেওয়ার পক্ষপাতী তাঁরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appট্যাটু করাতে মোটা টাকা খরচ করতেও পিছপা হন না অনেকেই। কিন্তু কিছু সময় পর ট্যাটু ফিকে হয়ে যাওয়ায় অস্বস্তি তৈরি হয়। নতুন করে সূচ ফোটাতে যান কেউ। কেউ আবার আবছা ট্যাটু নিয়ে দুঃখ করেই কাটিয়ে দেন।
কিন্তু একটু যত্ন নিলেই ট্যাটু একেবারে ঝকঝকে থাকবে। রং ফিকে হবে না এতটুকুও।
ট্যাটু করানো পর প্রথম দিন থেকেই যত্ন নিতে হবে। ক্ষত প্রথমেই ঢেকে দেন শিল্পী। সেভাবে অন্তত ২৪ ঘণ্টা রাখতে হবে। যদি আচ্ছাদন খুলতেও যান, তার আগে ভাল করে হাত ধুয়ে নিতে হবে। আচ্ছাদন খোলার পর আলতো হাতে ট্যাটু ধুয়ে নিন। জল মুছে লাগিয়ে নিন ময়শ্চারাইজার বা অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট। নতুন করে আর ব্যান্ডেজ বাঁধতে যাবেন না। অন্তত দুই সপ্তাহ এভাবে যত্ন নিন।
রঙিন ট্যাটুর চেয়ে কালো অথবা ধূসর রংয়ের ট্যাটু করানো শ্রেয়। কারণ অন্য রং তাড়াতাড়ি ফিকে হয়ে যায়। কালো এবং ধূসর রং অনেক দিন নতুনের মতো থাকে।
ট্যাটু কোথায় করছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বয়স বাড়ার সঙ্গে আমাদের চামড়ায় ভাঁজ পড়ে। সেক্ষেত্রে ট্যাটু আবছা বা বিকৃত হয়ে যেতে পারে। আবার ঘষা লেগেও ফিকে হতে পারে ট্যাটুর রং। তাই শরীরের কোন অংশে ট্যাটু করাবেন, তা নিয়ে ভাবনাচিন্তা জরুরি।
চড়া রোদ ট্যাটুর উপর না পড়াই ভাল। বিশেষ করে নতুন ট্যাটু করানোর পর। রোদে বেরোলে ট্যাটু ঢেকে রাখুন। অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন।
ট্যাটু ভাল রাখতে প্রয়োজন নিয়মিত ত্বকের পরিচর্যাও। পর্যাপ্ত পরিমাণ জলপান করুন। স্বাস্থ্যকর খাবার খান। ধূমপানের অভ্যাস থাকলে কমান, নইলে কোলাজেনের মাত্রা কমে যায়। চামড়া ঝুলে গিয়ে বিকৃত হয়ে যায় ট্যাটু।
ট্যাটু উজ্জ্বল রাখার জন্য বাজারে বিশেষ সিরাম কিনতে পাওয়া যায়। ওই সিরামে থাকে অ্যামাইনো অ্যাসিড। আঙুলে নিয়ে হালকা হাতে, গোল গোল করে মাসাজ করতে হয়। রাতে শোয়ার আগে মাসাজে ভাল ফল মেলে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভাল শিল্পীর খোঁজ পাওয়া। দক্ষ ব্যক্তিকে দিয়ে ট্যাটু করান। ভাল গুণমানের কালি এবং সূচ ব্যবহার করবেন তিনি। পাশাপাশি, কী উপায়ে ট্যাটু অক্ষত রাখবেন, তা তিনিই বাতলে দিতে পারবেন। ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -